-
-
Explore Our Features
-
-
-
-
-
-
-
-
-
Ai and Tools
-
-
-
-
-
চ্যাটবটকে গণিতবিদরা নিজেদেরই বানানো জটিল সমস্যাগুলো সমাধান করতে দেয়।

মে মাসের মাঝামাঝি এক সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ার বার্কলেতে গোপন এক বৈঠকে জড়ো হয়েছিলেন বিশ্বের ৩০ জন সেরা গণিতবিদ। তাদের সামনে হাজির করা হয়েছিল এক অদ্ভুত প্রতিদ্বন্দ্বী, OpenAI এর তৈরি এক reasoning চ্যাটবট যার নাম o4-mini। এই চ্যাটবটকে গণিতবিদরা নিজেদেরই বানানো জটিল সমস্যাগুলো সমাধান করতে দেয়। উদ্দেশ্য ছিল পরীক্ষা করা—এমন জটিল সমস্যাগুলো কি সত্যিই কোনো এআই সমাধান করতে পারে?
প্রথম দুই দিন ধরে প্রফেসর লেভেলের প্রশ্ন ছুড়ে দিতে দিতে গণিতবিদরা অবাক হয়ে দেখলেন, এআই এমন সব সমস্যা সমাধান করছে যেগুলো সাধারণত সারা দুনিয়ার হাতে গোনা কয়েকজন বিশেষজ্ঞই সমাধান করতে পারেন। o4-mini এমন এক ধরনের এআই যা শুধু শব্দ সাজিয়ে লিখতেই পারে না বরং জটিল যুক্তি কষতে পারে। OpenAI একে বিশেষ ডেটা দিয়ে এবং মানুষের কঠোর গাইডেন্সে ট্রেন করেছে। আগে যেসব বড় ল্যাঙ্গুয়েজ মডেল ছিল, তারা কঠিন প্রশ্নের ২ শতাংশও ঠিকঠাক সমাধান করতে পারত না। কিন্তু o4-mini এর সাফল্যের হার প্রায় দশগুণ বেশি।
গণিতবিদদের চ্যালেঞ্জ ছিল এমন সমস্যা তৈরি করা যা এআই-এর পক্ষে সমাধান করা অসম্ভব। একেকটা সমস্যার সমাধান না করতে পারলে সমস্যাটির স্রষ্টা পেতেন ৭,৫০০ ডলার পুরস্কার। কিন্তু প্রথম দিন রাতেই ওনো এমন এক নম্বর থিওরির প্রশ্ন করলেন, যা প্রফেসর লেভেলের ওপেন সমস্যা বলা চলে। মাত্র দশ মিনিটে o4-mini সমস্যাটি সমাধান করে ফেলল—প্রথমে বইপত্র ঘেঁটে তারপর সহজ একটি সংস্করণ সমাধান করে শেষে চূড়ান্ত উত্তর দিল, এমনকি একটু দুষ্টুমিও করল, লিখল—“No citation necessary because the mystery number was computed by me!”
শেষ পর্যন্ত গণিতবিদরা এমন ১০টা কঠিন প্রশ্ন তৈরি করতে পেরেছিলেন যেগুলো ওই এআই সমাধান করতে পারেনি। কিন্তু এতে তারা যতটা খুশি হয়েছেন, তার থেকেও বেশি অবাক হয়েছেন এই ভেবে যে মাত্র এক বছরে এআই কত ভয়ংকর গতিতে এগিয়ে গেছে। অনেকেই এখন কল্পনা করছেন, হয়তো ভবিষ্যতে গণিতবিদদের মূল কাজই হবে নতুন নতুন প্রশ্ন বানানো আর সেই প্রশ্নগুলো নিয়ে এআই-এর সাথে একসাথে কাজ করা—যেনো তারা ছাত্রকে গাইড করছেন। কেন ওনো আরও সরাসরি বললেন, এখনকার অনেক মেধাবী গ্র্যাজুয়েট ছাত্রের চেয়েও এই এআই ভালো।