চ্যাটবটকে গণিতবিদরা নিজেদেরই বানানো জটিল সমস্যাগুলো সমাধান করতে দেয়।

0
296

মে মাসের মাঝামাঝি এক সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ার বার্কলেতে গোপন এক বৈঠকে জড়ো হয়েছিলেন বিশ্বের ৩০ জন সেরা গণিতবিদ। তাদের সামনে হাজির করা হয়েছিল এক অদ্ভুত প্রতিদ্বন্দ্বী, OpenAI এর তৈরি এক reasoning চ্যাটবট যার নাম o4-mini। এই চ্যাটবটকে গণিতবিদরা নিজেদেরই বানানো জটিল সমস্যাগুলো সমাধান করতে দেয়। উদ্দেশ্য ছিল পরীক্ষা করা—এমন জটিল সমস্যাগুলো কি সত্যিই কোনো এআই সমাধান করতে পারে?

প্রথম দুই দিন ধরে প্রফেসর লেভেলের প্রশ্ন ছুড়ে দিতে দিতে গণিতবিদরা অবাক হয়ে দেখলেন, এআই এমন সব সমস্যা সমাধান করছে যেগুলো সাধারণত সারা দুনিয়ার হাতে গোনা কয়েকজন বিশেষজ্ঞই সমাধান করতে পারেন। o4-mini এমন এক ধরনের এআই যা শুধু শব্দ সাজিয়ে লিখতেই পারে না বরং জটিল যুক্তি কষতে পারে। OpenAI একে বিশেষ ডেটা দিয়ে এবং মানুষের কঠোর গাইডেন্সে ট্রেন করেছে। আগে যেসব বড় ল্যাঙ্গুয়েজ মডেল ছিল, তারা কঠিন প্রশ্নের ২ শতাংশও ঠিকঠাক সমাধান করতে পারত না। কিন্তু o4-mini এর সাফল্যের হার প্রায় দশগুণ বেশি।

গণিতবিদদের চ্যালেঞ্জ ছিল এমন সমস্যা তৈরি করা যা এআই-এর পক্ষে সমাধান করা অসম্ভব। একেকটা সমস্যার সমাধান না করতে পারলে সমস্যাটির স্রষ্টা পেতেন ৭,৫০০ ডলার পুরস্কার। কিন্তু প্রথম দিন রাতেই ওনো এমন এক নম্বর থিওরির প্রশ্ন করলেন, যা প্রফেসর লেভেলের ওপেন সমস্যা বলা চলে। মাত্র দশ মিনিটে o4-mini সমস্যাটি সমাধান করে ফেলল—প্রথমে বইপত্র ঘেঁটে তারপর সহজ একটি সংস্করণ সমাধান করে শেষে চূড়ান্ত উত্তর দিল, এমনকি একটু দুষ্টুমিও করল, লিখল—“No citation necessary because the mystery number was computed by me!”

শেষ পর্যন্ত গণিতবিদরা এমন ১০টা কঠিন প্রশ্ন তৈরি করতে পেরেছিলেন যেগুলো ওই এআই সমাধান করতে পারেনি। কিন্তু এতে তারা যতটা খুশি হয়েছেন, তার থেকেও বেশি অবাক হয়েছেন এই ভেবে যে মাত্র এক বছরে এআই কত ভয়ংকর গতিতে এগিয়ে গেছে। অনেকেই এখন কল্পনা করছেন, হয়তো ভবিষ্যতে গণিতবিদদের মূল কাজই হবে নতুন নতুন প্রশ্ন বানানো আর সেই প্রশ্নগুলো নিয়ে এআই-এর সাথে একসাথে কাজ করা—যেনো তারা ছাত্রকে গাইড করছেন। কেন ওনো আরও সরাসরি বললেন, এখনকার অনেক মেধাবী গ্র্যাজুয়েট ছাত্রের চেয়েও এই এআই ভালো।

Rechercher
Catégories
Lire la suite
Health
রাতে দাঁত ব্রাশ না করা আপনার ধারণার চেয়ে অনেক বেশি বিপজ্জনক হতে পারে।
১৫০০-র বেশি হাসপাতালে ভর্তি রোগীর উপর করা এক যুগান্তকারী গবেষণায় দেখা গেছে, ঘুমানোর আগে দাঁত...
Par Yeara Meherish 2025-08-12 05:52:51 0 538
Autre
গঙ্গা, পুরাতন ব্রহ্মপুত্র, গড়াই আর হালদার মতো বাংলাদেশের প্রধান নদীগুলো এখন তাদের পরিবেশগত ভারসাম্য হারাতে বসেছে।এভাবে চলতে থাকলে আগামী ২০–২৫ বছরের মধ্যে এই অঞ্চলের খাদ্য নিরাপত্তা, পানীয় জল ও বাসযোগ্য পরিবেশ—সবকিছু হুমকির মুখে পড়বে।
বাংলাদেশ মানেই নদীঘেরা জীবন। কিন্তু আজ সেই নদীগুলোই নীরবে সংকটে পড়েছে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক...
Par Mirshad Sharif 2025-08-06 07:15:05 0 557
Tech
পৃথিবীতে এমন এক ধাতু আছে, যা হাতে নিলেই গলে যায়!
ভাবতে পারো? একটা ধাতু, দেখতে একেবারে সিলভার বা পারার মতো চকচকে। তবে যদি তুমি সেটা হাতে নাও......
Par Yeara Meherish 2025-08-02 20:11:17 0 312
Autre
🌍 বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্য – ২০২৫ এ কোথায় যাবেন?
২০২৫ সাল হোক অ্যাডভেঞ্চার আর প্রকৃতি ভালোবাসার বছর! যদি মনে হয়, “ঘুরতে যেতে চাই কিন্তু...
Par Zihadur Rahman 2025-07-07 18:01:46 0 964
Health
Aging, How??
Our bodies are made up of trillions of cells that renew regularly to keep us healthy. Red blood...
Par tarin taru 2025-07-18 18:27:46 0 659
BlackBird Ai
https://bbai.shop