বনরক্ষায় অবিশ্বাস্য অবদান বিলিওনিয়ারের⚠️🔥

0
729

পৃথিবীতে একদিকে চলছে পরিবেশ ধ্বংস করার উৎসব, আরেকদিকে এমন অনেক মানুষ লড়াই করে যাচ্ছেন পরিবেশ রক্ষা করতে।

'ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো' এমন মানুষদের হয়ত সমাজ পাগল বলবে। 

কিন্তু পরিবেশ বাঁচাতে এত বড় একটা কাজ করার সময় সুইডিশ বিলিওনিয়ার জোহান এলিয়াস এসব দিকে পাত্তা দেননি বলেই মনে হয়।

২০০৫ সালে অনেকটা গোপনেই তিনি অ্যামাজন রেইনফরেস্টের ভেতর ৪ লক্ষ একর জমি কিনে নেন তিনি।

সে সময় ৮ মিলিয়ন ডলারের এই জমির বর্তমান মূল্য ১১ মিলিয়ন ডলারের আশেপাশে হবে।

সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই জমি তিনি কিনেছিলেন একটি লগিং কোম্পানির কাছ থেকে।

মানে যারা গাছ কেটে কাঠ বিক্রির ব্যবসা করত আরকি।

তো জোহান এই জমি কিনলেন, আর সাথে সাথে ঐ কোম্পানির কাজ বন্ধ করে দিলেন।

যাতে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ইকোসিস্টেম, তথা অ্যামাজনের গাছপালা আর পরিবেশ মানুষের লোভের হাত থেকে রক্ষা পায়। 

প্রকৃতি আমাদের দুই হাত উজাড় করে সম্পদ, মায়া-মমতা, প্রাণশক্তি ঢেলে দেয়।

আর সে প্রকৃতিকে আমরা নিজ হাতে ধ্বংস করি, বিকিয়ে দিই নিজেদের লোভের কাছে।

এমন অকৃতজ্ঞ মানবকূলের মাঝে জোহান এলিয়াসের মত নিঃস্বার্থ যোদ্ধা আর প্রকৃতিপ্রেমিকরা আশার বাতিঘর হয়ে দাঁড়িয়ে থাকেন।

যাঁদের আলো দেখে পথ খুঁজে পায় পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য বিবেকবান মানুষ, যারা প্রকৃতিকে রক্ষা করতে বদ্ধপরিকর। 

আর জোহান এলিয়াস আমাদের এটাও শিখিয়ে দেন যে, নিজের জন্য ব্যয় করার পাশাপাশি সম্পদ ব্যয় করতে হয় প্রত্যেকটা ভালো কাজের জন্যও।

বিলিওনিয়ার তো অনেক আছেন। কিন্তু আকাশের মত বিশাল হৃদয়ের জোহান এলিয়াস যা দেখিয়েছেন, তা করার মত ইচ্ছা খুব কম মানুষেরই আছে!

Love
1
Suche
Kategorien
Mehr lesen
Health
ভালোবাসা শুধু আবেগ নয়, ঔষধও বটে🙂
বর্তমান সময়ে হৃদরোগ বা হার্ট অ্যাটাক বিশ্বব্যাপী মৃত্যুর একটি বড় কারণ। হার্ট অ্যাটাক বা অন্য কোনো...
Von Zihadur Rahman 2025-07-12 15:05:16 0 726
Tech
আমরা যতটা না সাহিত্যের হুমায়ূনকে চিনি রসায়নের হুমায়ূনকে কজনই বা চিনি?
রসায়ন-পড়ুয়া মানুষের রসবোধ নেই এমন সর্বজনবিদীত অপবাদকে ম্লান করে কৃষ্ণপক্ষের চাঁদের মতো এক...
Von Sharif Uddin 2025-07-30 10:12:47 0 276
Food
কাঠবাদামের উপকারিতা
✅ কাঠবাদামের উপকারিতা: 1. মস্তিষ্কের জন্য উপকারী কাঠবাদামে থাকা ভিটামিন E, ওমেগা-৩ ও...
Von Nurul Hasan 2025-07-12 08:40:46 0 694
Andere
বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে এক বিপ্লবী নাম—বিটকয়েন।
 আর এই বিপ্লবের জন্মদাতা এক রহস্যময় ছায়ামানব—সাতোশি নাকামোতো। যাকে কেউ কখনও দেখেনি,...
Von Mirshad Sharif 2025-07-30 08:26:52 0 237
Tech
এমআইটি (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি) এর বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করেছেন যা সৌর শক্তির সাহায্যে মরুভূমির মতো শুষ্ক স্থানের বাতাস থেকে পানীয় জল বের করতে পারে।
  ### 🔍 এই সিস্টেম কিভাবে কাজ করে? 1. **MOF (মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস)** নামে একটি...
Von Yeara Meherish 2025-07-27 12:56:30 0 319
BlackBird Ai
https://bbai.shop