• ছেলেটার নাম হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝরে পড়েন। ১৭ বছরে ৪ বার চাকরি হারান। ১৮ বছর বয়সে বিয়ে করেন, ১৯-তে বাবা হন, আর ২০ বছরে স্ত্রী মেয়েকে নিয়ে তাকে ছেড়ে চলে যান।

    জীবন থেমে থাকেনি —
    তিনি সেনাবাহিনীতে যোগ দেন, ব্যর্থ হন। ইনস্যুরেন্স কোম্পানি, রেললাইনের কন্ডাকটর— প্রতিটা জায়গাতেই ব্যর্থতা।

    এক সময় তিনি চাকরি নেন একটি ছোট ক্যাফের রাধুনি হিসেবে। এভাবে চলে যায় বয়স ৬৫। এবার অবসরে সরকারি ভাতা মাত্র ১০৫ ডলার।

    তিনি ভেঙে পড়লেন। চিন্তা করলেন — "এই জীবন রেখে আর কী হবে?" নিজেকে শেষ করতে চাইলেন।

    তখন গাছের নিচে বসে লিখে ফেললেন, "জীবনে আমি কী কী করতে পেরেছি?" মনে পড়ে গেল — তিনি একটাই জিনিস খুব ভালো পারেন — রান্না করতে! চিন্তাভাবনা করে শেষ বারের মত ৮৭ ডলার ধার নেন, মুরগি কেনেন, নিজের বিশেষ রেসিপিতে ফ্রাই করেন।

    Kentucky-তে প্রতিবেশীদের বাড়ি বাড়ি ঘুরে সেই চিকেন বিক্রি শুরু করেন।

    সেখান থেকেই জন্ম নেয় —
    🍗 Kentucky Fried Chicken (KFC)!

    যে মানুষটি ৬৫ বছর বয়সে নিজেকে শেষ করতে চেয়েছিলেন, সে মানুষই ৮৮ বছর বয়সে দাঁড়িয়ে ছিলেন কোটিপতিদের কাতারে!

    আর আজ তিনি আমাদের কাছে পরিচিত —
    🎖️ Colonel Sanders হিসেবে!

    🔥 এই গল্প থেকে আমরা কী শিখি?
    ✅ ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন শুরুর ইঙ্গিত।
    ✅ কখনো বয়সকে বাধা মনে কোরো না — শুরু করার জন্য কখনোই দেরি হয় না।
    ✅ জীবনের ছোট্ট দক্ষতাও বড় সুযোগে পরিণত হতে পারে, যদি তুমি সেটাকে ভালোবাসো ও বিশ্বাস করো।
    ✅ হার মানা নয়, চেষ্টা চালিয়ে যাওয়াই জীবনের আসল গল্প।

    🎯 আপনার বয়স যা-ই হোক, আপনি আজও শুরু করতে পারেন। হতাশ হবেন না, আপনি নিজেই একদিন অন্যের প্রেরণার উৎস হবেন। ইনশাআল্লাহ!
    লেখা - সংগৃহীত
    #RaisaAlam #motivational ##KFC #ColonelSanders #SuccessStory #BanglaMotivation #LifeLesson #NeverGiveUp #Inspiration #ব্যর্থতাথেকেসাফল্য
    ছেলেটার নাম হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝরে পড়েন। ১৭ বছরে ৪ বার চাকরি হারান। ১৮ বছর বয়সে বিয়ে করেন, ১৯-তে বাবা হন, আর ২০ বছরে স্ত্রী মেয়েকে নিয়ে তাকে ছেড়ে চলে যান। জীবন থেমে থাকেনি — তিনি সেনাবাহিনীতে যোগ দেন, ব্যর্থ হন। ইনস্যুরেন্স কোম্পানি, রেললাইনের কন্ডাকটর— প্রতিটা জায়গাতেই ব্যর্থতা। এক সময় তিনি চাকরি নেন একটি ছোট ক্যাফের রাধুনি হিসেবে। এভাবে চলে যায় বয়স ৬৫। এবার অবসরে সরকারি ভাতা মাত্র ১০৫ ডলার। তিনি ভেঙে পড়লেন। চিন্তা করলেন — "এই জীবন রেখে আর কী হবে?" নিজেকে শেষ করতে চাইলেন। তখন গাছের নিচে বসে লিখে ফেললেন, "জীবনে আমি কী কী করতে পেরেছি?" মনে পড়ে গেল — তিনি একটাই জিনিস খুব ভালো পারেন — রান্না করতে! চিন্তাভাবনা করে শেষ বারের মত ৮৭ ডলার ধার নেন, মুরগি কেনেন, নিজের বিশেষ রেসিপিতে ফ্রাই করেন। Kentucky-তে প্রতিবেশীদের বাড়ি বাড়ি ঘুরে সেই চিকেন বিক্রি শুরু করেন। সেখান থেকেই জন্ম নেয় — 🍗 Kentucky Fried Chicken (KFC)! যে মানুষটি ৬৫ বছর বয়সে নিজেকে শেষ করতে চেয়েছিলেন, সে মানুষই ৮৮ বছর বয়সে দাঁড়িয়ে ছিলেন কোটিপতিদের কাতারে! আর আজ তিনি আমাদের কাছে পরিচিত — 🎖️ Colonel Sanders হিসেবে! 🔥 এই গল্প থেকে আমরা কী শিখি? ✅ ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন শুরুর ইঙ্গিত। ✅ কখনো বয়সকে বাধা মনে কোরো না — শুরু করার জন্য কখনোই দেরি হয় না। ✅ জীবনের ছোট্ট দক্ষতাও বড় সুযোগে পরিণত হতে পারে, যদি তুমি সেটাকে ভালোবাসো ও বিশ্বাস করো। ✅ হার মানা নয়, চেষ্টা চালিয়ে যাওয়াই জীবনের আসল গল্প। 🎯 আপনার বয়স যা-ই হোক, আপনি আজও শুরু করতে পারেন। হতাশ হবেন না, আপনি নিজেই একদিন অন্যের প্রেরণার উৎস হবেন। ইনশাআল্লাহ! লেখা - সংগৃহীত #RaisaAlam #motivational ##KFC #ColonelSanders #SuccessStory #BanglaMotivation #LifeLesson #NeverGiveUp #Inspiration #ব্যর্থতাথেকেসাফল্য
    0 Kommentare 0 Geteilt 681 Ansichten
  • ⏱ জাপানে একবার একটি ট্রেন ৩৫ সেকেন্ড দেরিতে ছেড়েছিল।
    মাত্র ৩৫ সেকেন্ড!

    কিন্তু ওই দেশের ট্রেনচালক যাত্রীদের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন।
    কারণ তাঁর কাছে সময় শুধু সংখ্যার হিসাব নয় — এটা ছিল নৈতিকতার প্রশ্ন।

    আমরা অনেকেই ভাবি,
    "এক মিনিটেরই বা কী এমন দাম?"

    কিন্তু ভেবে দেখো...

    ---

    💡 এক মিনিটের মূল্য কত?

    🚑 অ্যাম্বুলেন্স এক মিনিট দেরি করলে
    একটি জীবন থেমে যেতে পারে।

    🎓 পরীক্ষায় এক মিনিট বেশি সময় পেলে
    কারো ভবিষ্যৎ বদলে যেতে পারে।

    🚄 ট্রেন এক মিনিট আগেই ছেড়ে দিলে
    একজন যাত্রীর সারা জীবনের আক্ষেপ হয়ে যেতে পারে।

    📞 এক মিনিট আগে ফোন করলে
    ভেঙে যাওয়া মন জোড়া লাগতে পারে।

    ---

    এই "এক মিনিটই" কাউকে
    বাঁচাতে পারে, গড়তে পারে, আবার ভেঙেও দিতে পারে।

    জাপানের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়,
    👉 সময় মানে জীবন।
    👉 সময় মানে দায়িত্ব।
    👉 সময় মানে সম্মান।

    🧭 তাই শিখে নিই:

    "এক মিনিটও যেন না যায় বৃথা।"

    🔁 যদি লেখাটি স্পর্শ করে, অন্তত একবার শেয়ার করো।
    কারণ এই এক মিনিটেই হয়তো বদলে যাবে কারো মন, মনোভাব, বা জীবন।

    Inspiration Media Official #motivationalquotes #banglastory
    ⏱ জাপানে একবার একটি ট্রেন ৩৫ সেকেন্ড দেরিতে ছেড়েছিল। মাত্র ৩৫ সেকেন্ড! কিন্তু ওই দেশের ট্রেনচালক যাত্রীদের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন। কারণ তাঁর কাছে সময় শুধু সংখ্যার হিসাব নয় — এটা ছিল নৈতিকতার প্রশ্ন। আমরা অনেকেই ভাবি, "এক মিনিটেরই বা কী এমন দাম?" কিন্তু ভেবে দেখো... --- 💡 এক মিনিটের মূল্য কত? 🚑 অ্যাম্বুলেন্স এক মিনিট দেরি করলে একটি জীবন থেমে যেতে পারে। 🎓 পরীক্ষায় এক মিনিট বেশি সময় পেলে কারো ভবিষ্যৎ বদলে যেতে পারে। 🚄 ট্রেন এক মিনিট আগেই ছেড়ে দিলে একজন যাত্রীর সারা জীবনের আক্ষেপ হয়ে যেতে পারে। 📞 এক মিনিট আগে ফোন করলে ভেঙে যাওয়া মন জোড়া লাগতে পারে। --- এই "এক মিনিটই" কাউকে বাঁচাতে পারে, গড়তে পারে, আবার ভেঙেও দিতে পারে। জাপানের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, 👉 সময় মানে জীবন। 👉 সময় মানে দায়িত্ব। 👉 সময় মানে সম্মান। 🧭 তাই শিখে নিই: "এক মিনিটও যেন না যায় বৃথা।" 🔁 যদি লেখাটি স্পর্শ করে, অন্তত একবার শেয়ার করো। কারণ এই এক মিনিটেই হয়তো বদলে যাবে কারো মন, মনোভাব, বা জীবন। Inspiration Media Official #motivationalquotes #banglastory
    0 Kommentare 0 Geteilt 352 Ansichten
  • ঈগলের মত একা উঠতে শেখো | Rise like an eagle in life | Motivational video
    ঈগলের মত একা উঠতে শেখো | Rise like an eagle in life | Motivational video
    0 Kommentare 0 Geteilt 394 Ansichten
  • বাস্তব জীবনের হিরো 🔥 | BEST MOTIVATIONAL STORY OF BEAR GRYLLS By Nagar Bioscope | Inspirational
    বাস্তব জীবনের হিরো 🔥 | BEST MOTIVATIONAL STORY OF BEAR GRYLLS By Nagar Bioscope | Inspirational
    Love
    1
    0 Kommentare 0 Geteilt 439 Ansichten
  • মানুষের অভিশাপ কতটা ভয়ংকর ।
    Besto Motivational by Noman Ali Khan 2025
    মানুষের অভিশাপ কতটা ভয়ংকর । Besto Motivational by Noman Ali Khan 2025
    Sad
    1
    0 Kommentare 0 Geteilt 328 Ansichten
BlackBird Ai
https://bbai.shop