• রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এই মর্মান্তিক ঘটনায় দগ্ধ ৬০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুপুরের ভয়াবহ এই মুহূর্তের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থীর লোমহর্ষক বর্ণনা বেরিয়ে এসেছে।

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আহনাফ আহমেদ জানান, "ক্লাস চলছিল, হঠাৎ একটা শব্দ হয়, এগিয়ে গিয়ে দেখি ছোট বাচ্চারা রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসছে।" তিনি বলেন, "এরপর বিল্ডিং কাঁপতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই বাইরে তাকিয়ে দেখি ধোঁয়া উড়ছে। আমাদের ক্লাস থেকে বেশ খানিকটা দূরে ছিল।"

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি আজ দুপুর ১টা ৬ মিনিটে উত্তরায় বিধ্বস্ত হয়।

    আহনাফ আরও বলেন, "আমরা এগিয়ে গিয়ে দেখি ছোট বাচ্চারা আহত অবস্থায় বেরিয়ে আসছে। অনেকের শরীর রক্তাক্ত। ওই বিল্ডিংয়ে ছোট বাচ্চাদের ক্লাস হতো। আর বিমানটা একটু দূরে পড়ে ছিল। তখনও বিমানে আগুন ছিল। বিল্ডিংয়ের একাংশ ও ক্যান্টিনে আগুন জ্বলছিল।"

    চা দোকানদার লোকমান আলী তার দোকানের দক্ষিণ দিক থেকে বিকট শব্দ শুনতে পান। তিনি বলেন, "দোকানেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ। শব্দের পর বেরিয়ে দেখি আগুন। বাচ্চারা ছোটাছুটি করছে।"

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানটি একটি অ্যাকাডেমিক ভবনের গেটে আছড়ে পড়ে, যেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল।
    রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এই মর্মান্তিক ঘটনায় দগ্ধ ৬০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুপুরের ভয়াবহ এই মুহূর্তের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থীর লোমহর্ষক বর্ণনা বেরিয়ে এসেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আহনাফ আহমেদ জানান, "ক্লাস চলছিল, হঠাৎ একটা শব্দ হয়, এগিয়ে গিয়ে দেখি ছোট বাচ্চারা রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসছে।" তিনি বলেন, "এরপর বিল্ডিং কাঁপতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই বাইরে তাকিয়ে দেখি ধোঁয়া উড়ছে। আমাদের ক্লাস থেকে বেশ খানিকটা দূরে ছিল।" আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি আজ দুপুর ১টা ৬ মিনিটে উত্তরায় বিধ্বস্ত হয়। আহনাফ আরও বলেন, "আমরা এগিয়ে গিয়ে দেখি ছোট বাচ্চারা আহত অবস্থায় বেরিয়ে আসছে। অনেকের শরীর রক্তাক্ত। ওই বিল্ডিংয়ে ছোট বাচ্চাদের ক্লাস হতো। আর বিমানটা একটু দূরে পড়ে ছিল। তখনও বিমানে আগুন ছিল। বিল্ডিংয়ের একাংশ ও ক্যান্টিনে আগুন জ্বলছিল।" চা দোকানদার লোকমান আলী তার দোকানের দক্ষিণ দিক থেকে বিকট শব্দ শুনতে পান। তিনি বলেন, "দোকানেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ। শব্দের পর বেরিয়ে দেখি আগুন। বাচ্চারা ছোটাছুটি করছে।" মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানটি একটি অ্যাকাডেমিক ভবনের গেটে আছড়ে পড়ে, যেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল।
    Sad
    1
    0 Comments 0 Shares 5 Views
  • বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা F-7BGI যুদ্ধবিমান দেশের আকাশসীমা প্রতিরক্ষায় এক গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য ভূমিকা পালন করে আসছে। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন (CAC) দ্বারা নির্মিত এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি F-7 সিরিজের একটি উন্নত সংস্করণ, যা মূলত সোভিয়েত মিগ-২১ (MiG-21) এর নকশার উপর ভিত্তি করে তৈরি। ২০১০ সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানগুলো গ্রহণ করতে শুরু করে এবং ২০১৩ সালের মধ্যে অধিকাংশ বিমানের সরবরাহ সম্পন্ন হয়। অর্থাৎ, এই বিমানগুলো প্রায় ১২ থেকে ১৫ বছর ধরে আমাদের আকাশসীমা রক্ষায় নিয়োজিত।

    F-7BGI সংস্করণটি পূর্ববর্তী F-7 মডেলগুলির তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক এভিওনিক্স, উন্নত রাডার সিস্টেম (KLJ-6F রাডার), এবং বর্ধিত অস্ত্র বহন ক্ষমতা। এটি মাল্টিরোল সক্ষমতার অধিকারী, যার অর্থ এটি আকাশ থেকে আকাশে যুদ্ধ (air-to-air combat) এবং ভূমি লক্ষ্যবস্তুতে আঘাত হানার (ground attack) উভয় ক্ষেত্রেই সমানভাবে পারদর্শী। এই বিমানের আধুনিক ককপিটে মাল্টি-ফাংশনাল ডিসপ্লে (MFD), হেড-আপ ডিসপ্লে (HUD) এবং হেলমেট মাউন্টেড সাইট (HMS) এর মতো প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা পাইলটদের জন্য অত্যন্ত কার্যকর।

    F-7BGI যুদ্ধবিমানটি PL-5, PL-7, PL-8 এবং সম্ভবত PL-9 এর মতো স্বল্প-পাল্লার এয়ার-টু-এয়ার মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া, এটি লেজার-গাইডেড বোমা, জিপিএস-গাইডেড বোমা এবং রকেট পড বহন করতে পারে, যা স্থল লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার ক্ষমতা নিশ্চিত করে। প্রায় ৩০০০ কেজি ওজনের অস্ত্র বহন করার ক্ষমতা এটিকে একটি শক্তিশালী যুদ্ধবিমানে পরিণত করেছে।

    বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রতিরক্ষা চাহিদার কথা মাথায় রেখে F-7BGI বিমানগুলি বিমান বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা (Quick Reaction Alert - QRA) বাড়াতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অপরিহার্য অবদান রাখছে। তুলনামূলক কম রক্ষণাবেক্ষণ খরচ এবং উচ্চ কার্যকারিতা এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি ব্যয়-সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য সমাধান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
    বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা F-7BGI যুদ্ধবিমান দেশের আকাশসীমা প্রতিরক্ষায় এক গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য ভূমিকা পালন করে আসছে। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন (CAC) দ্বারা নির্মিত এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি F-7 সিরিজের একটি উন্নত সংস্করণ, যা মূলত সোভিয়েত মিগ-২১ (MiG-21) এর নকশার উপর ভিত্তি করে তৈরি। ২০১০ সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানগুলো গ্রহণ করতে শুরু করে এবং ২০১৩ সালের মধ্যে অধিকাংশ বিমানের সরবরাহ সম্পন্ন হয়। অর্থাৎ, এই বিমানগুলো প্রায় ১২ থেকে ১৫ বছর ধরে আমাদের আকাশসীমা রক্ষায় নিয়োজিত। F-7BGI সংস্করণটি পূর্ববর্তী F-7 মডেলগুলির তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক এভিওনিক্স, উন্নত রাডার সিস্টেম (KLJ-6F রাডার), এবং বর্ধিত অস্ত্র বহন ক্ষমতা। এটি মাল্টিরোল সক্ষমতার অধিকারী, যার অর্থ এটি আকাশ থেকে আকাশে যুদ্ধ (air-to-air combat) এবং ভূমি লক্ষ্যবস্তুতে আঘাত হানার (ground attack) উভয় ক্ষেত্রেই সমানভাবে পারদর্শী। এই বিমানের আধুনিক ককপিটে মাল্টি-ফাংশনাল ডিসপ্লে (MFD), হেড-আপ ডিসপ্লে (HUD) এবং হেলমেট মাউন্টেড সাইট (HMS) এর মতো প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা পাইলটদের জন্য অত্যন্ত কার্যকর। F-7BGI যুদ্ধবিমানটি PL-5, PL-7, PL-8 এবং সম্ভবত PL-9 এর মতো স্বল্প-পাল্লার এয়ার-টু-এয়ার মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া, এটি লেজার-গাইডেড বোমা, জিপিএস-গাইডেড বোমা এবং রকেট পড বহন করতে পারে, যা স্থল লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার ক্ষমতা নিশ্চিত করে। প্রায় ৩০০০ কেজি ওজনের অস্ত্র বহন করার ক্ষমতা এটিকে একটি শক্তিশালী যুদ্ধবিমানে পরিণত করেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রতিরক্ষা চাহিদার কথা মাথায় রেখে F-7BGI বিমানগুলি বিমান বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা (Quick Reaction Alert - QRA) বাড়াতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অপরিহার্য অবদান রাখছে। তুলনামূলক কম রক্ষণাবেক্ষণ খরচ এবং উচ্চ কার্যকারিতা এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি ব্যয়-সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য সমাধান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
    0 Comments 0 Shares 7 Views
  • মাইলস্টোন দিয়াবাড়ি ক্যাম্পাসের প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত স্থানে পৌছেছে ক্যাম্পাসের সাথে থাকা ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম।

    উৎসুক সকল ছাত্র জনতাকে অনুরোধ করবো অযথা ভিড় করে কাজে বাধা সৃষ্টি করবেন না। নিরাপদ দূরত্বে অবস্থান করুন...
    মাইলস্টোন দিয়াবাড়ি ক্যাম্পাসের প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত স্থানে পৌছেছে ক্যাম্পাসের সাথে থাকা ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম। উৎসুক সকল ছাত্র জনতাকে অনুরোধ করবো অযথা ভিড় করে কাজে বাধা সৃষ্টি করবেন না। নিরাপদ দূরত্বে অবস্থান করুন...
    Sad
    1
    0 Comments 0 Shares 7 Views
  • ঢাকার উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলে বিমান ক্র‍্যাশ করেছে। অনেক ছাত্র আহত নিহত হওয়ার সম্ভাবনা আছে।
    আল্লাহ রহম করো
    ঢাকার উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলে বিমান ক্র‍্যাশ করেছে। অনেক ছাত্র আহত নিহত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রহম করো😥😭🤲
    Sad
    1
    0 Comments 0 Shares 7 Views
  • বিচ্ছু নিয়ে অবাক করা ১০টি তথ্য:
    .
    ৪৫০ মিলিয়ন বছরের পুরনো!
    বিচ্ছুরা পৃথিবীর অন্যতম প্রাচীন জীব — ডাইনোসরের আগেও এদের অস্তিত্ব ছিল!

    বিচ্ছুরও জ্বলজ্বলে রহস্য!
    অন্ধকারে UV আলোতে বিচ্ছুর দেহ সবুজ বা নীলাভ আলোয় জ্বলে উঠে। কেন জ্বলে, বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন।

    ১ বছর না খেয়েও বেঁচে থাকতে পারে!
    বিচ্ছুরা অত্যন্ত ধৈর্যশীল শিকারি। দরকার হলে তারা ১২ মাস পর্যন্ত না খেয়ে টিকে থাকতে পারে।

    বিচ্ছু নিজের সন্তানদের পিঠে নিয়ে ঘোরে!
    জন্মের পর ছোট বিচ্ছুগুলো মা বিচ্ছুর পিঠে চড়ে বেড়ায়, যতক্ষণ না তারা নিজেরা টিকে থাকার মতো শক্তিশালী হয়।

    প্রায় ২০০০ প্রজাতির মধ্যে মাত্র ৩০টি বিষাক্ত!
    সব বিচ্ছু ভয়ংকর নয়। মাত্র অল্প কয়েকটি প্রজাতির বিষ মানুষের জন্য প্রাণঘাতী।

    তাপমাত্রা সহ্য করার বিস্ময়কর ক্ষমতা!
    বিচ্ছু -২০°C থেকে ৫০°C পর্যন্ত তাপমাত্রায় টিকে থাকতে পারে!

    বিচ্ছু তার নিজেই নিজের শরীর খেয়ে ফেলে!
    খাবার না পেলে বিচ্ছু নিজের শরীরের অংশ গলিয়ে শক্তি হিসেবে ব্যবহার করে।

    নির্গত বিষ দিয়ে ওষুধ তৈরি হয়!
    বিচ্ছুর বিষ থেকে বিভিন্ন রোগের ওষুধ—যেমন আর্থ্রাইটিস বা ক্যান্সার চিকিৎসায় গবেষণা চলছে।

    বিচ্ছু মাথাবিহীনও বেঁচে থাকতে পারে কয়েকদিন!
    কারণ তাদের নিউরাল সিস্টেম অনেকটাই শরীরজুড়ে ছড়িয়ে থাকে।

    চাঁদের আলোয় বিচ্ছু শিকার এড়িয়ে চলে!
    তারা চাঁদের আলো এড়িয়ে গর্তে লুকায়, কারণ অতিরিক্ত আলোতে শিকারীরা সহজে তাদের খুঁজে পায়।
    🦂 বিচ্ছু নিয়ে অবাক করা ১০টি তথ্য: . ৪৫০ মিলিয়ন বছরের পুরনো! বিচ্ছুরা পৃথিবীর অন্যতম প্রাচীন জীব — ডাইনোসরের আগেও এদের অস্তিত্ব ছিল! বিচ্ছুরও জ্বলজ্বলে রহস্য! অন্ধকারে UV আলোতে বিচ্ছুর দেহ সবুজ বা নীলাভ আলোয় জ্বলে উঠে। কেন জ্বলে, বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন। ১ বছর না খেয়েও বেঁচে থাকতে পারে! বিচ্ছুরা অত্যন্ত ধৈর্যশীল শিকারি। দরকার হলে তারা ১২ মাস পর্যন্ত না খেয়ে টিকে থাকতে পারে। বিচ্ছু নিজের সন্তানদের পিঠে নিয়ে ঘোরে! জন্মের পর ছোট বিচ্ছুগুলো মা বিচ্ছুর পিঠে চড়ে বেড়ায়, যতক্ষণ না তারা নিজেরা টিকে থাকার মতো শক্তিশালী হয়। প্রায় ২০০০ প্রজাতির মধ্যে মাত্র ৩০টি বিষাক্ত! সব বিচ্ছু ভয়ংকর নয়। মাত্র অল্প কয়েকটি প্রজাতির বিষ মানুষের জন্য প্রাণঘাতী। তাপমাত্রা সহ্য করার বিস্ময়কর ক্ষমতা! বিচ্ছু -২০°C থেকে ৫০°C পর্যন্ত তাপমাত্রায় টিকে থাকতে পারে! বিচ্ছু তার নিজেই নিজের শরীর খেয়ে ফেলে! খাবার না পেলে বিচ্ছু নিজের শরীরের অংশ গলিয়ে শক্তি হিসেবে ব্যবহার করে। নির্গত বিষ দিয়ে ওষুধ তৈরি হয়! বিচ্ছুর বিষ থেকে বিভিন্ন রোগের ওষুধ—যেমন আর্থ্রাইটিস বা ক্যান্সার চিকিৎসায় গবেষণা চলছে। বিচ্ছু মাথাবিহীনও বেঁচে থাকতে পারে কয়েকদিন! কারণ তাদের নিউরাল সিস্টেম অনেকটাই শরীরজুড়ে ছড়িয়ে থাকে। চাঁদের আলোয় বিচ্ছু শিকার এড়িয়ে চলে! তারা চাঁদের আলো এড়িয়ে গর্তে লুকায়, কারণ অতিরিক্ত আলোতে শিকারীরা সহজে তাদের খুঁজে পায়।
    Wow
    1
    0 Comments 0 Shares 8 Views
  • কাটারে কাঁপালেন মুস্তাফিজ, ৪ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট শিকার | Mustafizur Rahman | BAN vs PAK
    কাটারে কাঁপালেন মুস্তাফিজ, ৪ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট শিকার | Mustafizur Rahman | BAN vs PAK
    0 Comments 0 Shares 10 Views
  • পরমাণু বোমা কিভাবে কাজ করে | HOW DO ATOMIC BOMBS WORK?
    পরমাণু বোমা কিভাবে কাজ করে | HOW DO ATOMIC BOMBS WORK?
    0 Comments 0 Shares 20 Views
  • Punorjonmo | পুনর্জন্ম | Afran Nisho | Mehazabien | Nawshaba | Vicky Zahed | Eid Natok 2021
    Punorjonmo | পুনর্জন্ম | Afran Nisho | Mehazabien | Nawshaba | Vicky Zahed | Eid Natok 2021
    0 Comments 0 Shares 20 Views
  • Punorjonmo 2 | পুনর্জন্ম ২ | Afran Nisho | Mehazabien | Nawshaba | Vicky Zahed | Channel i Prime
    Punorjonmo 2 | পুনর্জন্ম ২ | Afran Nisho | Mehazabien | Nawshaba | Vicky Zahed | Channel i Prime
    0 Comments 0 Shares 20 Views
  • Punorjonmo 3 | পুনর্জন্ম ৩ | Afran Nisho | Mehazabien |
    Punorjonmo 3 | পুনর্জন্ম ৩ | Afran Nisho | Mehazabien |
    0 Comments 0 Shares 20 Views
  • unorjonmo Antim Porbo | পুনর্জন্ম অন্তিম পর্ব | Afran Nisho | Mehazabien
    unorjonmo Antim Porbo | পুনর্জন্ম অন্তিম পর্ব | Afran Nisho | Mehazabien
    0 Comments 0 Shares 20 Views
  • Ityadi Jhenaidah Episode - May 2025 | ইত্যাদি ঝিনাইদহ পর্ব - মে ২০২৫ | Hanif Sanket
    Ityadi Jhenaidah Episode - May 2025 | ইত্যাদি ঝিনাইদহ পর্ব - মে ২০২৫ | Hanif Sanket
    0 Comments 0 Shares 19 Views
More Results
BlackBird Ai
https://bbai.shop