• সময়ের শপথ — এক চতুর্থ মাত্রার বাস্তবতা

    "والعصر" — 'সময়ের শপথ'।

    আল্লাহ তাআ'লা কোরআনে সময়ের কসম খেয়েছেন। সময় কোনো সাধারণ বস্তু নয়। এটা এমন এক সত্য যা আমাদের প্রতিটি মুহূর্তকে গঠন করে, ধ্বংস করে কিংবা অমর করে।

    আধুনিক বিজ্ঞান বলে — সময় হলো চতুর্থ ডাইমেনশন (4th Dimension)। আমরা স্থান-কাল মিলিয়ে যেটাকে বলি Space-Time। অথচ আজ আমরা সেই সময়কে সবচেয়ে কম গুরুত্ব দেই!

    সময় চলে যায় — শব্দহীন, অথচ অমোচনীয়!
    সময় কখনো ফেরে না — কেবল রেখে যায় স্মৃতি ও পরিণতি।
    সময়ই বলে দেয়, কে সফল আর কে ব্যর্থ।

    মানুষ তার জীবন নষ্ট করে ‘একদিন সময় হবে’ এই মিথ্যে আশায়।
    কিন্তু সময় কারো জন্য থামে না।
    তাই যারা সময়কে মূল্য দেয়, সময় তাদের জীবনকে অর্থবহ করে তোলে।

    সময়কে অবহেলা মানেই জীবনের সম্ভাবনাকে হত্যা করা।
    প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন — কীভাবে আমরা সময় ব্যয় করি।

    কুরআন বলছে:
    "নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয়— যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে।" (সূরা আসর)

    প্রার্থনা করি—
    আল্লাহ যেন আমাদের প্রতিটি সময় সঠিক কাজে ব্যয় করার তাওফিক দেন। যেন আমরা সময়ের কাছে নয়, সময় আমাদের কাছে সাক্ষী হয়।

    #সময়েরশপথ #TimeIsLife #QuranWisdom #4thDimension #আল্লাহরকসম #ReflectAndAct
    Dr-Barkot Hossain #NHL #animalwelfare #timelapse #communitybuilding #outdoorgear
    🕰️ সময়ের শপথ — এক চতুর্থ মাত্রার বাস্তবতা 🕰️ "والعصر" — 'সময়ের শপথ'। আল্লাহ তাআ'লা কোরআনে সময়ের কসম খেয়েছেন। সময় কোনো সাধারণ বস্তু নয়। এটা এমন এক সত্য যা আমাদের প্রতিটি মুহূর্তকে গঠন করে, ধ্বংস করে কিংবা অমর করে। আধুনিক বিজ্ঞান বলে — সময় হলো চতুর্থ ডাইমেনশন (4th Dimension)। আমরা স্থান-কাল মিলিয়ে যেটাকে বলি Space-Time। অথচ আজ আমরা সেই সময়কে সবচেয়ে কম গুরুত্ব দেই! 🕊️ সময় চলে যায় — শব্দহীন, অথচ অমোচনীয়! 🕊️ সময় কখনো ফেরে না — কেবল রেখে যায় স্মৃতি ও পরিণতি। 🕊️ সময়ই বলে দেয়, কে সফল আর কে ব্যর্থ। 📌 মানুষ তার জীবন নষ্ট করে ‘একদিন সময় হবে’ এই মিথ্যে আশায়। কিন্তু সময় কারো জন্য থামে না। তাই যারা সময়কে মূল্য দেয়, সময় তাদের জীবনকে অর্থবহ করে তোলে। ➡️ সময়কে অবহেলা মানেই জীবনের সম্ভাবনাকে হত্যা করা। ➡️ প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন — কীভাবে আমরা সময় ব্যয় করি। 📖 কুরআন বলছে: "নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয়— যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে।" (সূরা আসর) 🤲 প্রার্থনা করি— আল্লাহ যেন আমাদের প্রতিটি সময় সঠিক কাজে ব্যয় করার তাওফিক দেন। যেন আমরা সময়ের কাছে নয়, সময় আমাদের কাছে সাক্ষী হয়। #সময়েরশপথ #TimeIsLife #QuranWisdom #4thDimension #আল্লাহরকসম #ReflectAndAct Dr-Barkot Hossain #NHL #animalwelfare #timelapse #communitybuilding #outdoorgear
    0 التعليقات 0 المشاركات 249 مشاهدة
BlackBird Ai
https://bbai.shop