ক্লাস ৭ এ পড়া একজন, এখনো শিশু। এই শিশুর মাথায় চিন্তা ঢুকিয়ে দিয়েছে - কিভাবে ডাক্তার হওয়া যায়। এর জন্য প্রথমত আমাদের সমাজ ব্যাবস্থা দায়ী। এর পরে দায়ী অভিভাবকেরা। একজন শিশু ভালোভাবে লেখা পড়া করবে,‌ এটা ঠিক। তবে, সে ডাক্তার হবে, নাকি ইঞ্জিনিয়ার হবে , সেই চিন্তা এখন করবে কেন ?

তুমি এবং তোমার অভিভাবক - সবারই এটা বোঝা দরকারঃ

ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসব হয়ে সফল হওয়া যায় না। সাফল্যের একমাত্র উপায় হল - সেরা হওয়া। আবারও বলছি - সেরা হওয়া। একজন সেরা খেলোয়াড়, একজন সেরা গায়ক, একজন সেরা দর্জি, একজন সেরা বাবুর্চি - এরা সবাই, একজন সাধারন ডাক্তারের চেয়ে অনেক বেশী সফল। একজন ডাক্তার গলির মোড়ে বসে হাজার টাকা ভিজিট নিয়ে রোগী দেখছে। ওদিকে একজন সেরা খেলোয়াড়, সেরা গায়ক, সারা বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছে। আমাদের ক্রিকেট খেলোয়াড় সাকিবকে সারা বিশ্ব চিনে। আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসকে সারা বিশ্ব চিনে। আমাদের কোন ডাক্তারকে সারা বিশ্ব চিনে ?

ডাক্তার হলেই বড় কিছু হয়ে গেলে - এটা একটা ভুল ধারনা।

বড় তখনই হবে, যখন যে কোন বিষয়ে, সবচেয়ে সেরা হবে।

শিশু বয়সে যেটা করনীয়, সেটা হল - ভালো লেখাপড়া করা, উচ্চ নম্বর পাওয়া। তুমি যে কাজে ভালো, সেটাই তুমি হবে। তুমি অঙ্কে ও পদার্থবিজ্ঞানে ভালো হলে ইঞ্জিনিয়ার হয়ে যাবে। জীববিজ্ঞানে ভালো হলে ডাক্তার হয়ে যাবে। সাহিত্যে ভালো হলে, সাহিত্যিক হয়ে যাবে। হিসাব নিকাশে ভালো হলে একাউন্টেন্ট হবে।

তোমাকে কোন কিছু হবার চেস্টা করতে হবে না। তোমাকে যে কোন একটা বিষয়ে সেরা হতে হবে। তুমি যেটাতে সেরা, তুমি এমনিতেই সেটা হয়ে যাবে। মনোযোগ দিয়ে লেখাপড়া কর, ভালো রেজাল্ট কর। যে কোন একটি বিষয়ে সেরা হও।
ক্লাস ৭ এ পড়া একজন, এখনো শিশু। এই শিশুর মাথায় চিন্তা ঢুকিয়ে দিয়েছে - কিভাবে ডাক্তার হওয়া যায়। এর জন্য প্রথমত আমাদের সমাজ ব্যাবস্থা দায়ী। এর পরে দায়ী অভিভাবকেরা। একজন শিশু ভালোভাবে লেখা পড়া করবে,‌ এটা ঠিক। তবে, সে ডাক্তার হবে, নাকি ইঞ্জিনিয়ার হবে , সেই চিন্তা এখন করবে কেন ? তুমি এবং তোমার অভিভাবক - সবারই এটা বোঝা দরকারঃ ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসব হয়ে সফল হওয়া যায় না। সাফল্যের একমাত্র উপায় হল - সেরা হওয়া। আবারও বলছি - সেরা হওয়া। একজন সেরা খেলোয়াড়, একজন সেরা গায়ক, একজন সেরা দর্জি, একজন সেরা বাবুর্চি - এরা সবাই, একজন সাধারন ডাক্তারের চেয়ে অনেক বেশী সফল। একজন ডাক্তার গলির মোড়ে বসে হাজার টাকা ভিজিট নিয়ে রোগী দেখছে। ওদিকে একজন সেরা খেলোয়াড়, সেরা গায়ক, সারা বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছে। আমাদের ক্রিকেট খেলোয়াড় সাকিবকে সারা বিশ্ব চিনে। আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসকে সারা বিশ্ব চিনে। আমাদের কোন ডাক্তারকে সারা বিশ্ব চিনে ? ডাক্তার হলেই বড় কিছু হয়ে গেলে - এটা একটা ভুল ধারনা। বড় তখনই হবে, যখন যে কোন বিষয়ে, সবচেয়ে সেরা হবে। শিশু বয়সে যেটা করনীয়, সেটা হল - ভালো লেখাপড়া করা, উচ্চ নম্বর পাওয়া। তুমি যে কাজে ভালো, সেটাই তুমি হবে। তুমি অঙ্কে ও পদার্থবিজ্ঞানে ভালো হলে ইঞ্জিনিয়ার হয়ে যাবে। জীববিজ্ঞানে ভালো হলে ডাক্তার হয়ে যাবে। সাহিত্যে ভালো হলে, সাহিত্যিক হয়ে যাবে। হিসাব নিকাশে ভালো হলে একাউন্টেন্ট হবে। তোমাকে কোন কিছু হবার চেস্টা করতে হবে না। তোমাকে যে কোন একটা বিষয়ে সেরা হতে হবে। তুমি যেটাতে সেরা, তুমি এমনিতেই সেটা হয়ে যাবে। মনোযোগ দিয়ে লেখাপড়া কর, ভালো রেজাল্ট কর। যে কোন একটি বিষয়ে সেরা হও।
0 Комментарии 0 Поделились 182 Просмотры
BlackBird Ai
https://bbai.shop