নটরডেমে পড়লেই বুয়েট নয়⚠️ এ এক অন্য রকম বাস্তবতা
নটর ডেমের বাস্তবতা দুই রকমের। কেউ নটর ডেমে পড়ার কারণে বুয়েটে চান্স পায়, আবার শুধু নটর ডেমে পড়ার কারণে অনেকের বুয়েটে চান্স মিস হয়।
মুদ্রার দুই পিঠই নটর ডেমে রয়েছে। তাই নটর ডেমে ভর্তির আগে বিষয়টা আরেকবার ভেবে দেখো। নটর ডেমে ল্যাবে বেশ ভালো সময়ই দিতে হয়, এরপর প্রতিদিন ক্লাসে উপস্থিত হওয়া তো আছেই। সব মিলিয়ে নিজে পড়ার সময় খুব কমই পাওয়া যায়। এই ফ্লোতে অনেকে মানিয়ে নেয়। একাডেমিক এর পাশাপাশি এডমিশন...