অ্যান্ডোরা বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে স্থান পেয়েছে, আর বাংলাদেশের অবস্থান ১২৬তম। পাকিস্তান ৬৫, ভারত ৬৬ এবং আফগানিস্তান ১৪৪তম স্থানে।

প্রতি বছর বিশ্বজুড়ে দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রকাশিত হয় নাম্বিও সেফটি ইনডেক্স (Numbeo Safety Index)। ২০২৫ সালের নতুন প্রকাশিত সূচকে অবাক করা তথ্য উঠে এসেছে! এবার বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তকমা পেয়েছে ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা। ফ্রান্স ও স্পেনের মাঝে পিরেনিস পর্বতমালায় অবস্থিত এই দেশটি অপরাধের সর্বনিম্ন হার এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার জন্য এই সম্মান অর্জন করেছে। তাদের নিরাপত্তা সূচক ৮৪.৭।

অন্যদিকে, বাংলাদেশের অবস্থান এই তালিকায় ১২৬তম। প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৫৯তম, পাকিস্তান ৬৫তম এবং ভারত ৬৬তম স্থানে রয়েছে। এমনকী, ব্রিটেন ৮৭তম এবং যুক্তরাষ্ট্র ৮৯তম স্থানে রয়েছে, যা অনেককেই অবাক করেছে।

শীর্ষ পাঁচে এশিয়া থেকে স্থান করে নিয়েছে তিনটি দেশ: সংযুক্ত আরব আমিরাত (৮৪.৫), কাতার (৮৪.২), এবং তাইওয়ান (৮২.৯)। ওমান (৮১.৭) এই তালিকায় ৫ম স্থানে রয়েছে। এশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের মধ্যে জাপান ১০ম এবং চীন ১৫তম স্থানে রয়েছে।

২০২৫ সালের বিশ্বের শীর্ষ ১০টি নিরাপদ দেশের তালিকা:
১. অ্যান্ডোরা: ৮৪.৭
২. সংযুক্ত আরব আমিরাত: ৮৪.৫
৩. কাতার: ৮৪.২
৪. তাইওয়ান: ৮২.৯
৫. ওমান: ৮১.৭
৬. আইল অফ ম্যান: ৭৯
৭. হংকং (চীন): ৭৮.৫
৮. আর্মেনিয়া: ৭৭.৯
৯. সিঙ্গাপুর: ৭৭.৪
১০. জাপান: ৭৭.১

তালিকায় একেবারে শেষে, ১৪৮তম স্থানে রয়েছে ভেনিজুয়েলা, যা ২০২৫ সালের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। আফগানিস্তান রয়েছে ১৪৪তম স্থানে এবং গৃহযুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া ১৪০তম স্থানে।
অ্যান্ডোরা বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে স্থান পেয়েছে, আর বাংলাদেশের অবস্থান ১২৬তম। পাকিস্তান ৬৫, ভারত ৬৬ এবং আফগানিস্তান ১৪৪তম স্থানে। প্রতি বছর বিশ্বজুড়ে দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রকাশিত হয় নাম্বিও সেফটি ইনডেক্স (Numbeo Safety Index)। ২০২৫ সালের নতুন প্রকাশিত সূচকে অবাক করা তথ্য উঠে এসেছে! এবার বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তকমা পেয়েছে ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা। ফ্রান্স ও স্পেনের মাঝে পিরেনিস পর্বতমালায় অবস্থিত এই দেশটি অপরাধের সর্বনিম্ন হার এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার জন্য এই সম্মান অর্জন করেছে। তাদের নিরাপত্তা সূচক ৮৪.৭। অন্যদিকে, বাংলাদেশের অবস্থান এই তালিকায় ১২৬তম। প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৫৯তম, পাকিস্তান ৬৫তম এবং ভারত ৬৬তম স্থানে রয়েছে। এমনকী, ব্রিটেন ৮৭তম এবং যুক্তরাষ্ট্র ৮৯তম স্থানে রয়েছে, যা অনেককেই অবাক করেছে। শীর্ষ পাঁচে এশিয়া থেকে স্থান করে নিয়েছে তিনটি দেশ: সংযুক্ত আরব আমিরাত (৮৪.৫), কাতার (৮৪.২), এবং তাইওয়ান (৮২.৯)। ওমান (৮১.৭) এই তালিকায় ৫ম স্থানে রয়েছে। এশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের মধ্যে জাপান ১০ম এবং চীন ১৫তম স্থানে রয়েছে। ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ১০টি নিরাপদ দেশের তালিকা: ১. অ্যান্ডোরা: ৮৪.৭ ২. সংযুক্ত আরব আমিরাত: ৮৪.৫ ৩. কাতার: ৮৪.২ ৪. তাইওয়ান: ৮২.৯ ৫. ওমান: ৮১.৭ ৬. আইল অফ ম্যান: ৭৯ ৭. হংকং (চীন): ৭৮.৫ ৮. আর্মেনিয়া: ৭৭.৯ ৯. সিঙ্গাপুর: ৭৭.৪ ১০. জাপান: ৭৭.১ তালিকায় একেবারে শেষে, ১৪৮তম স্থানে রয়েছে ভেনিজুয়েলা, যা ২০২৫ সালের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। আফগানিস্তান রয়েছে ১৪৪তম স্থানে এবং গৃহযুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া ১৪০তম স্থানে।
Love
2
0 Comments 0 Shares 211 Views
BlackBird Ai
https://bbai.shop