ভাই কিভাবে ভুলব এই বাচ্চাদের হাহাকার, ওদের কান্না, তাদের ওই নিথর মরদেহ গুলা? নিজেকে কোনভাবে বুঝাইতে পারতেছি না, পরিবার এর কেউ না হয়েও যে কার জন্য এতটা মায়া লাগে কালকে সামনে থেকে এই ঘটনা গুলা না দেখলে বুঝতে পারতাম না। আল্লাহ আমার মত হাজার ও মানুষ আছে যারা এই বাচ্চা শিক্ষকদের জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি তাদের বেহেশতে উচ্চ মাকাম দান কর। ফেইসবুকে এক একটা পোষ্ট দেখে কখন যে নিজের চোখ দিয়ে পানি পরতেছে বুঝতেও পারিনাই, ২ টা বছর কাটাইছি ওই ক্যাম্পাস এ, স্কুল এর বাচ্চাদের দেখতাম ওরা খেলতো, যেখানে বিমানটা ক্র্যাশ করে তার ঠিক পাশেই দোলনা ছিল বাচ্চারা ওখানে প্রায় সবসময়ই খেলা করত। কালকেই আমি প্রায় ৫-৬ মাস পরে কলেজ গেছিলাম,, কেজির সামনে দিয়ে যাওয়ার সময় ও দেখলাম বাচ্চারা দোলনায় খেলতেছিল, কে জানত আজকেই তাদের এই দুনিয়ায় শেষ দিন। আল্লাহর রহমতে আমার ক্ষতি হয় নাই, কিন্তু নিজেকে খুব অসোহায় লাগতেছে। কোন ভাবেই নিজেকে মানাই নিতে পারতেছিনা, নিহতদের পরিবার কে আল্লাহ ধর্য ধারনের তৌফিক দান করুক। আমি একজন সাধারণ মানুষ হিসেবেই সহ্য করতে পারতেছিনা তাদের পরিবার এর না জানি কি বেহাল অবস্থা। আল্লাহ তুমি আমাদের ভাই-বোন এবং শিক্ষক দের বেহেশত দান কর।
এবং তাদেরকে কেন্দ্র করে আজকে যারা বেপারটা ঘোলাটে করতেছে এবং উদ্দেশ্য হাসিল করার জন্য তাদের এই নিথর নিষ্পাপ প্রাণ গুলা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে তাদের তুমি তোমার সর্বোচ্চ শাস্তি ও ধ্বংস করে দিও।
ভাই কিভাবে ভুলব এই বাচ্চাদের হাহাকার, ওদের কান্না, তাদের ওই নিথর মরদেহ গুলা? নিজেকে কোনভাবে বুঝাইতে পারতেছি না, পরিবার এর কেউ না হয়েও যে কার জন্য এতটা মায়া লাগে কালকে সামনে থেকে এই ঘটনা গুলা না দেখলে বুঝতে পারতাম না। আল্লাহ আমার মত হাজার ও মানুষ আছে যারা এই বাচ্চা শিক্ষকদের জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি তাদের বেহেশতে উচ্চ মাকাম দান কর। ফেইসবুকে এক একটা পোষ্ট দেখে কখন যে নিজের চোখ দিয়ে পানি পরতেছে বুঝতেও পারিনাই, ২ টা বছর কাটাইছি ওই ক্যাম্পাস এ, স্কুল এর বাচ্চাদের দেখতাম ওরা খেলতো, যেখানে বিমানটা ক্র্যাশ করে তার ঠিক পাশেই দোলনা ছিল বাচ্চারা ওখানে প্রায় সবসময়ই খেলা করত। কালকেই আমি প্রায় ৫-৬ মাস পরে কলেজ গেছিলাম,, কেজির সামনে দিয়ে যাওয়ার সময় ও দেখলাম বাচ্চারা দোলনায় খেলতেছিল, কে জানত আজকেই তাদের এই দুনিয়ায় শেষ দিন। আল্লাহর রহমতে আমার ক্ষতি হয় নাই, কিন্তু নিজেকে খুব অসোহায় লাগতেছে। কোন ভাবেই নিজেকে মানাই নিতে পারতেছিনা, নিহতদের পরিবার কে আল্লাহ ধর্য ধারনের তৌফিক দান করুক। আমি একজন সাধারণ মানুষ হিসেবেই সহ্য করতে পারতেছিনা তাদের পরিবার এর না জানি কি বেহাল অবস্থা। আল্লাহ তুমি আমাদের ভাই-বোন এবং শিক্ষক দের বেহেশত দান কর। এবং তাদেরকে কেন্দ্র করে আজকে যারা বেপারটা ঘোলাটে করতেছে এবং উদ্দেশ্য হাসিল করার জন্য তাদের এই নিথর নিষ্পাপ প্রাণ গুলা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে তাদের তুমি তোমার সর্বোচ্চ শাস্তি ও ধ্বংস করে দিও।
Sad
2
0 Комментарии 0 Поделились 45 Просмотры
BlackBird Ai
https://bbai.shop