মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনা তদন্ত ও ক্ষতিপূরণ নির্দেশ

এখানে আপনার জানার জন্য সবকিছু দেওয়া হলো:

→ মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

→ আহত ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

→ এফ-৭ মডেলের বিমান দুর্ঘটনার কারণ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আদেশ দিয়েছেন আদালত।

→ বিমানবাহিনীর অধীনে থাকা ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা ও রক্ষণাবেক্ষণের অবস্থা জানাতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

→ আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের নির্দেশ হাসিল হয়েছে।

→ সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিনের রিটের প্রেক্ষিতে ত্রুটিপূর্ণ বিমান নিয়ে জনবহুল এলাকায় বিমান চলাচল বন্ধ ও তদন্ত দাবি করা হয়েছিল।

ফলো করুন Yet Fresh বাংলাদেশ নিরাপত্তা ও বিমান খবরের জন্য।
মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনা তদন্ত ও ক্ষতিপূরণ নির্দেশ এখানে আপনার জানার জন্য সবকিছু দেওয়া হলো: → মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। → আহত ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। → এফ-৭ মডেলের বিমান দুর্ঘটনার কারণ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আদেশ দিয়েছেন আদালত। → বিমানবাহিনীর অধীনে থাকা ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা ও রক্ষণাবেক্ষণের অবস্থা জানাতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। → আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের নির্দেশ হাসিল হয়েছে। → সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিনের রিটের প্রেক্ষিতে ত্রুটিপূর্ণ বিমান নিয়ে জনবহুল এলাকায় বিমান চলাচল বন্ধ ও তদন্ত দাবি করা হয়েছিল। ফলো করুন Yet Fresh বাংলাদেশ নিরাপত্তা ও বিমান খবরের জন্য।
Love
1
0 التعليقات 0 المشاركات 55 مشاهدة
BlackBird Ai
https://bbai.shop