ডিওএইচএস ফিল্ড থেকে সরাসরি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে চাপিয়েছেন, তারপর বিপিএল, তারপর হঠাৎ নিরবে প্রস্থান! জাতীয় দলের তৎকালীন হেড কোচ জেমি ডে তখন দুজন প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে কল করেছিলেন, যার মধ্যে রাহবার খান ছিলেন একজন। সবাইকে চমকে দিয়ে অসাধারণ খেলেছিলেন তিনি। তারপর বিপিএলের মঞ্চে অভিষেক হলো শেখ জামাল ধানমন্ডির হয়ে। অল্প সময়ে এক স্বপ্নিল যাত্রার পথে হাঁটছিলেন। কিন্তু সেই যাত্রাটুকু আচমকাই থেমে যায়।

রাহবার খানের শুরুটা স্কুল ফুটবল দিয়ে হলেও ঢাকার মাঠে পরিচিতি পাওয়াটা ফুটসাল দিয়ে। বহু কর্পোরেট লীগ সহ বিজিএমইএ এমনকি ম্যানসিটির গ্রাউন্ডেও ফুটসাল চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব রয়েছে তার। গত এক যুগে বাংলাদেশের ফুটসালে যে কয়েকজনের নাম সবার আগে আসে, তার মধ্যে রাহবার ওয়াহেদ খান সর্বাগ্রে। তিনি শেহরান খান নামেও পরিচিত।

প্রতিষ্ঠিত ব্যবসায়ী পিতার হঠাৎ প্রয়াণের পর ব্যবসার হাল ধরতে দুই ভাইয়ের বড় রাহবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব কে অর্থাৎ প্রফেশনাল ফুটবলকেই বিদায় বলে দেন। অথচ তখন তিনি জাতীয় দলের নিয়মিত একজন মুখ। ব্যবসার পাশাপাশি এখনো ফুটসালের বিভিন্ন টুর্নামেন্ট খেললেও বেশিরভাগ সময় ব্যবসাকেই দিচ্ছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন ফুটসাল রাজ্যে প্রবেশ করেছে। অচিরেই ফুটসাল দল ঘোষণা হবে। বাংলাদেশ ফুটসাল কমিটির উচিত ম্যাজিশিয়ান খ্যাত রাহবার কে ফুটসাল টিমের জন্য আহবান করা। আপনারা জেনে খুশি হবেন যে, ফুটসাল কমিটির চেয়ারম্যান জনাব ইমরানুর রহমানের সাথে রাহবারের সম্পর্ক বেশ পুরোনো। প্রথম দায়িত্বের সফলতার জন্য উনার প্রতি আমাদের প্রত্যাশা একটি মানসম্মত টিম। আশা করি উনি হতাশ করবেন না।

প্রিয় রাহবার, এবার ফিরে আসুন। আপনার অন্য আরেকটি প্রতিভা দেশবাসীকে দেখানো বাকি। এই ফুটসাল আপনি ভালোবাসেন। আপনার চেনা ময়দানে ফিরে আসুন। আমরা হতাশ হতে চাই না।
ডিওএইচএস ফিল্ড থেকে সরাসরি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে চাপিয়েছেন, তারপর বিপিএল, তারপর হঠাৎ নিরবে প্রস্থান! জাতীয় দলের তৎকালীন হেড কোচ জেমি ডে তখন দুজন প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে কল করেছিলেন, যার মধ্যে রাহবার খান ছিলেন একজন। সবাইকে চমকে দিয়ে অসাধারণ খেলেছিলেন তিনি। তারপর বিপিএলের মঞ্চে অভিষেক হলো শেখ জামাল ধানমন্ডির হয়ে। অল্প সময়ে এক স্বপ্নিল যাত্রার পথে হাঁটছিলেন। কিন্তু সেই যাত্রাটুকু আচমকাই থেমে যায়। রাহবার খানের শুরুটা স্কুল ফুটবল দিয়ে হলেও ঢাকার মাঠে পরিচিতি পাওয়াটা ফুটসাল দিয়ে। বহু কর্পোরেট লীগ সহ বিজিএমইএ এমনকি ম্যানসিটির গ্রাউন্ডেও ফুটসাল চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব রয়েছে তার। গত এক যুগে বাংলাদেশের ফুটসালে যে কয়েকজনের নাম সবার আগে আসে, তার মধ্যে রাহবার ওয়াহেদ খান সর্বাগ্রে। তিনি শেহরান খান নামেও পরিচিত। প্রতিষ্ঠিত ব্যবসায়ী পিতার হঠাৎ প্রয়াণের পর ব্যবসার হাল ধরতে দুই ভাইয়ের বড় রাহবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব কে অর্থাৎ প্রফেশনাল ফুটবলকেই বিদায় বলে দেন। অথচ তখন তিনি জাতীয় দলের নিয়মিত একজন মুখ। ব্যবসার পাশাপাশি এখনো ফুটসালের বিভিন্ন টুর্নামেন্ট খেললেও বেশিরভাগ সময় ব্যবসাকেই দিচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন ফুটসাল রাজ্যে প্রবেশ করেছে। অচিরেই ফুটসাল দল ঘোষণা হবে। বাংলাদেশ ফুটসাল কমিটির উচিত ম্যাজিশিয়ান খ্যাত রাহবার কে ফুটসাল টিমের জন্য আহবান করা। আপনারা জেনে খুশি হবেন যে, ফুটসাল কমিটির চেয়ারম্যান জনাব ইমরানুর রহমানের সাথে রাহবারের সম্পর্ক বেশ পুরোনো। প্রথম দায়িত্বের সফলতার জন্য উনার প্রতি আমাদের প্রত্যাশা একটি মানসম্মত টিম। আশা করি উনি হতাশ করবেন না। প্রিয় রাহবার, এবার ফিরে আসুন। আপনার অন্য আরেকটি প্রতিভা দেশবাসীকে দেখানো বাকি। এই ফুটসাল আপনি ভালোবাসেন। আপনার চেনা ময়দানে ফিরে আসুন। আমরা হতাশ হতে চাই না।
0 Comments 0 Shares 362 Views 0 Reviews
BlackBird Ai
https://bbai.shop