ভিক্টরের জীবনে ভালেরিয়া ছিলো একমাত্র আলো। গিপসি ক্যাম্পের ছোট্ট তাঁবুতে যখন দুজনের চোখে চোখ পড়তো, তখন পৃথিবী যেন থেমে যেতো। ভিক্টর তখনো একজন প্রতিভাবান তরুণ, বিজ্ঞান আর ম্যাজিকের সন্ধানে ছুটে চলেছে, কিন্তু ভালেরিয়া তাকে ভিন্নভাবে দেখতো। একজন মানুষ হিসেবে, একজোড়া নরম চোখ আর অভিমানী হাসির ভেতর সেই ভিক্টর আজও কোথাও লুকিয়ে আছে।
কিন্তু জ্ঞান তার কাছে ঈশ্বর হয়ে ওঠে। ভালোবাসা তার কাছে দুর্বলতা। আর দুর্বলতা, ডুমের জন্য পাপ।
প্রায় এক দশক পর, যখন সে ফিরে আসে এক নির্লজ্জ সম্রাট হয়ে, তখন ভালেরিয়ার চুলে সময়ের ছোঁয়া, কিন্তু চোখে এখনও সেই একই উষ্ণতা। ভালেরিয়া বুঝতে পারে, ভিক্টর আর নেই। এটা ডুম। আর ডুম কাউকে ভালোবাসে না, কাউকে বিশ্বাস করে না। সে ফিরে এসেছে, কিন্তু ফিরে আসেনি।
তবু ভালেরিয়া তাকে গ্রহণ করে। ভাবে, হয়তো কোথাও ভিক্টর এখনও বেঁচে আছে। ভুল ছিলো।
ডুম তার সামনে দাঁড়িয়ে বলে, "ভালবাসি বলেই আজ তোমাকে হারাবো। তোমাকেই উৎসর্গ করবো আজ, কারণ তুমিই ছিলে আমার শেষ বাঁধা।"
তখনি সে উচ্চারণ করে এক নিষিদ্ধ মন্ত্র। ভালেরিয়ার আত্মা শূন্যে হারিয়ে যায়, আর তার শরীর হয় এক অন্ধকার রিচ্যুয়ালের কেন্দ্রবিন্দু। সেই দেহ থেকে ডুম বানায় এক ম্যাজিকাল স্কিন—এক আবরণ, এক আর্মর—যেটা শুধু ধাতুর নয়, বরং গড়ে উঠেছে এক হৃদয়হীন প্রেমের ধ্বংসাবশেষ থেকে। যার নাম ছিলো Armor of Sorrow।
এমন নয় যে সে কেবল এক প্রেমিকাকে হত্যা করেছে। সে নিজের মানবতাকে হত্যা করেছে। যে ভিক্টর ভালোবাসতে পারতো, কাঁদতে পারতো, ক্ষমা চাইতে পারতো—সে আর নেই। এখন কেবল আছে এক লোহার মধ্যে বন্দি একটা আত্মা, ডক্টর ডুম। কিন্তু সেই স্যুটের প্রতিটি ধাতব স্তরে লুকিয়ে আছে ভালেরিয়ার নিঃশ্বাস, তার অশ্রু, তার অনুতপ্ত ভালবাসা।
ভালোবাসাকে যখন শক্তির জন্য বলি দেওয়া হয়, তখন বিজয়টাও হয়ে ওঠে শোকাবহ।
Comic - Books of Doom #6 (2006)
কিন্তু জ্ঞান তার কাছে ঈশ্বর হয়ে ওঠে। ভালোবাসা তার কাছে দুর্বলতা। আর দুর্বলতা, ডুমের জন্য পাপ।
প্রায় এক দশক পর, যখন সে ফিরে আসে এক নির্লজ্জ সম্রাট হয়ে, তখন ভালেরিয়ার চুলে সময়ের ছোঁয়া, কিন্তু চোখে এখনও সেই একই উষ্ণতা। ভালেরিয়া বুঝতে পারে, ভিক্টর আর নেই। এটা ডুম। আর ডুম কাউকে ভালোবাসে না, কাউকে বিশ্বাস করে না। সে ফিরে এসেছে, কিন্তু ফিরে আসেনি।
তবু ভালেরিয়া তাকে গ্রহণ করে। ভাবে, হয়তো কোথাও ভিক্টর এখনও বেঁচে আছে। ভুল ছিলো।
ডুম তার সামনে দাঁড়িয়ে বলে, "ভালবাসি বলেই আজ তোমাকে হারাবো। তোমাকেই উৎসর্গ করবো আজ, কারণ তুমিই ছিলে আমার শেষ বাঁধা।"
তখনি সে উচ্চারণ করে এক নিষিদ্ধ মন্ত্র। ভালেরিয়ার আত্মা শূন্যে হারিয়ে যায়, আর তার শরীর হয় এক অন্ধকার রিচ্যুয়ালের কেন্দ্রবিন্দু। সেই দেহ থেকে ডুম বানায় এক ম্যাজিকাল স্কিন—এক আবরণ, এক আর্মর—যেটা শুধু ধাতুর নয়, বরং গড়ে উঠেছে এক হৃদয়হীন প্রেমের ধ্বংসাবশেষ থেকে। যার নাম ছিলো Armor of Sorrow।
এমন নয় যে সে কেবল এক প্রেমিকাকে হত্যা করেছে। সে নিজের মানবতাকে হত্যা করেছে। যে ভিক্টর ভালোবাসতে পারতো, কাঁদতে পারতো, ক্ষমা চাইতে পারতো—সে আর নেই। এখন কেবল আছে এক লোহার মধ্যে বন্দি একটা আত্মা, ডক্টর ডুম। কিন্তু সেই স্যুটের প্রতিটি ধাতব স্তরে লুকিয়ে আছে ভালেরিয়ার নিঃশ্বাস, তার অশ্রু, তার অনুতপ্ত ভালবাসা।
ভালোবাসাকে যখন শক্তির জন্য বলি দেওয়া হয়, তখন বিজয়টাও হয়ে ওঠে শোকাবহ।
Comic - Books of Doom #6 (2006)
ভিক্টরের জীবনে ভালেরিয়া ছিলো একমাত্র আলো। গিপসি ক্যাম্পের ছোট্ট তাঁবুতে যখন দুজনের চোখে চোখ পড়তো, তখন পৃথিবী যেন থেমে যেতো। ভিক্টর তখনো একজন প্রতিভাবান তরুণ, বিজ্ঞান আর ম্যাজিকের সন্ধানে ছুটে চলেছে, কিন্তু ভালেরিয়া তাকে ভিন্নভাবে দেখতো। একজন মানুষ হিসেবে, একজোড়া নরম চোখ আর অভিমানী হাসির ভেতর সেই ভিক্টর আজও কোথাও লুকিয়ে আছে।
কিন্তু জ্ঞান তার কাছে ঈশ্বর হয়ে ওঠে। ভালোবাসা তার কাছে দুর্বলতা। আর দুর্বলতা, ডুমের জন্য পাপ।
প্রায় এক দশক পর, যখন সে ফিরে আসে এক নির্লজ্জ সম্রাট হয়ে, তখন ভালেরিয়ার চুলে সময়ের ছোঁয়া, কিন্তু চোখে এখনও সেই একই উষ্ণতা। ভালেরিয়া বুঝতে পারে, ভিক্টর আর নেই। এটা ডুম। আর ডুম কাউকে ভালোবাসে না, কাউকে বিশ্বাস করে না। সে ফিরে এসেছে, কিন্তু ফিরে আসেনি।
তবু ভালেরিয়া তাকে গ্রহণ করে। ভাবে, হয়তো কোথাও ভিক্টর এখনও বেঁচে আছে। ভুল ছিলো।
ডুম তার সামনে দাঁড়িয়ে বলে, "ভালবাসি বলেই আজ তোমাকে হারাবো। তোমাকেই উৎসর্গ করবো আজ, কারণ তুমিই ছিলে আমার শেষ বাঁধা।"
তখনি সে উচ্চারণ করে এক নিষিদ্ধ মন্ত্র। ভালেরিয়ার আত্মা শূন্যে হারিয়ে যায়, আর তার শরীর হয় এক অন্ধকার রিচ্যুয়ালের কেন্দ্রবিন্দু। সেই দেহ থেকে ডুম বানায় এক ম্যাজিকাল স্কিন—এক আবরণ, এক আর্মর—যেটা শুধু ধাতুর নয়, বরং গড়ে উঠেছে এক হৃদয়হীন প্রেমের ধ্বংসাবশেষ থেকে। যার নাম ছিলো Armor of Sorrow।
এমন নয় যে সে কেবল এক প্রেমিকাকে হত্যা করেছে। সে নিজের মানবতাকে হত্যা করেছে। যে ভিক্টর ভালোবাসতে পারতো, কাঁদতে পারতো, ক্ষমা চাইতে পারতো—সে আর নেই। এখন কেবল আছে এক লোহার মধ্যে বন্দি একটা আত্মা, ডক্টর ডুম। কিন্তু সেই স্যুটের প্রতিটি ধাতব স্তরে লুকিয়ে আছে ভালেরিয়ার নিঃশ্বাস, তার অশ্রু, তার অনুতপ্ত ভালবাসা।
ভালোবাসাকে যখন শক্তির জন্য বলি দেওয়া হয়, তখন বিজয়টাও হয়ে ওঠে শোকাবহ।
Comic - Books of Doom #6 (2006)

