2026 IPL এ রিশাদ হোসেইনের পাঞ্জাব কিংসে খেলার বড় একটা সম্ভাবনা রয়েছে।

আইপিএল এ কোনো প্লেয়ারের দল পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এফেক্টিভ দুইটা ওয়ে আছে। একট হলো অই ফ্রাঞ্চাইজির অধীনে থাকা অন্য লিগের দলে ভালো পারফরম্যান্স করে নিজেকে গেইম চ্যাঞ্জার প্রমাণ করা, আরেকটা হলো আই পি এল এর কোচদের নজরে আসা।

রিশাদ হোসেইন 2026 BBL এ হোবার্ট হারিকেন দ্বারা সিলেক্টেড হয়েছেন। এই সিলেকশনের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল রিকি পন্টিং এর। এরন ফিঞ্চ একটা লাইভে বলেছেন যে রিকি পন্টিং রিশাদ কে খুবই হাইলি
রেট করেছেন,বিশেষ করে 2024 T20 বিশ্বকাপের পারফর্মেন্স দেখার পর। আর রিকি পনটিং, যে কিনা 2028 সাল পর্যন্ত পাঞ্জাব কিংস এর হেড কোচ, 2026 IPL এ পাঞ্জাব কিংস এর মেনেজ মেন্টের কাছে রিশাদ কে রিকমেন্ড করলেই রিশাদের IPL খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে।

কিন্তু এজন্য রিশাদ কে BBL এ ভালো পারফরম্যান্স করে নিজেকে আরো একটু প্রমাণ করতে হবে। এজন্য সবার আগে রিশাদকে BBL খেলার জন্য BCB থেকে NOC দিতে হবে। নয়তো অতীতের ন্যয় আমাদের অন্যান্য প্লেয়ারদের মতো রিশাদের দিক থেকেও বড় বড় কোচ রা দৃষ্টি সরিয়ে নিবেন। রিকি পন্টিং এর মতো বড় মাপের মানুষদের পছন্দের তালিকায় আসা সহজ কোনো কথা না, আশা করি BCB রিশাদের এই সুযোগটা হেলায় হারাতে দিবে না। এমন কি BPL এর সাথে সিডিউল নিয়ে কনফ্লিক্ট হলেও যেন রিশাদকে BPL এর বদলে BBL খেলতে পাঠানো হয়। মিরপুরের ক্ষেতে খেলে রিশাদ কখনো ওয়ার্ল্ড ক্লাস এক্সপেরিয়েন্স নিতে পারবে না, ব্যাটিং পিচে ইকোনোমিক্যাল বল করা শিখতে পারবে না।

রিশাদের ক্যারিয়ারের একটা হিউজ টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে 2026 BBL.
2026 IPL এ রিশাদ হোসেইনের পাঞ্জাব কিংসে খেলার বড় একটা সম্ভাবনা রয়েছে। আইপিএল এ কোনো প্লেয়ারের দল পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এফেক্টিভ দুইটা ওয়ে আছে। একট হলো অই ফ্রাঞ্চাইজির অধীনে থাকা অন্য লিগের দলে ভালো পারফরম্যান্স করে নিজেকে গেইম চ্যাঞ্জার প্রমাণ করা, আরেকটা হলো আই পি এল এর কোচদের নজরে আসা। রিশাদ হোসেইন 2026 BBL এ হোবার্ট হারিকেন দ্বারা সিলেক্টেড হয়েছেন। এই সিলেকশনের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল রিকি পন্টিং এর। এরন ফিঞ্চ একটা লাইভে বলেছেন যে রিকি পন্টিং রিশাদ কে খুবই হাইলি রেট করেছেন,বিশেষ করে 2024 T20 বিশ্বকাপের পারফর্মেন্স দেখার পর। আর রিকি পনটিং, যে কিনা 2028 সাল পর্যন্ত পাঞ্জাব কিংস এর হেড কোচ, 2026 IPL এ পাঞ্জাব কিংস এর মেনেজ মেন্টের কাছে রিশাদ কে রিকমেন্ড করলেই রিশাদের IPL খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে। কিন্তু এজন্য রিশাদ কে BBL এ ভালো পারফরম্যান্স করে নিজেকে আরো একটু প্রমাণ করতে হবে। এজন্য সবার আগে রিশাদকে BBL খেলার জন্য BCB থেকে NOC দিতে হবে। নয়তো অতীতের ন্যয় আমাদের অন্যান্য প্লেয়ারদের মতো রিশাদের দিক থেকেও বড় বড় কোচ রা দৃষ্টি সরিয়ে নিবেন। রিকি পন্টিং এর মতো বড় মাপের মানুষদের পছন্দের তালিকায় আসা সহজ কোনো কথা না, আশা করি BCB রিশাদের এই সুযোগটা হেলায় হারাতে দিবে না। এমন কি BPL এর সাথে সিডিউল নিয়ে কনফ্লিক্ট হলেও যেন রিশাদকে BPL এর বদলে BBL খেলতে পাঠানো হয়। মিরপুরের ক্ষেতে খেলে রিশাদ কখনো ওয়ার্ল্ড ক্লাস এক্সপেরিয়েন্স নিতে পারবে না, ব্যাটিং পিচে ইকোনোমিক্যাল বল করা শিখতে পারবে না। রিশাদের ক্যারিয়ারের একটা হিউজ টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে 2026 BBL.
0 Comments 0 Shares 120 Views 0 Reviews
BlackBird Ai
https://bbai.shop