অ্যান্ড্রোমিডার পাশে নীল চক্র
অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির কাছাকাছি দেখতে পাওয়া এই নীল চক্রগুলো আসলে কি? ২০২২ সালে কিছু শৌখিন জ্যোতির্বিদ এই অস্পষ্ট চক্রগুলো আবিষ্কার করেন। এগুলোর নাম দেওয়া হয় SDSO 1। আকাশে এগুলোর আকার প্রায় অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মতোই বিশাল।
প্রথমে এই বস্তুগুলোর উৎস জানা যায়নি। কেউ ভেবেছিল, এগুলো হয়তো অ্যান্ড্রোমিডার কাছেই, আবার কেউ ভেবেছিল, এগুলো আমাদের সৌরজগতের কাছাকাছি। পরে, শৌখিন এবং...