তুমি অব্যশই জানো ভালোবাসা কি । এতে কেমন অনুভূতি হয় এটাও তোমার জানা ।তুমি জানো না পেইন কি তবে জানবে অবশই জানবে তুমি । স্বার্থপর মানুষে ভরা এই দুনিয়া তোমাকে তোমাকে এটার অনুভূতি দিবে। তুমি যেদিন বুজবে পেইন কি ওইদিন ই তুমি বুজবে আসল সুখ কি আসল ভালোবাসা তখনো তোমার কাছে ধোয়াশা । তুমি তখন ঘুরবে তোমার মনের চাপা গলিতে । খুঁজবে অতীতের সুন্দর সৃতি গুলো । তাদের আকড়ে ধরতে চাইবে শান্তির জন্য । ঠিক তখন ই তোমাকে রিয়ালিটি এসে ভুগাবে । তুমি একজন বেটা মানুষ এই রিয়ালাইজেশন তোমাকে তাড়আ করে বেড়াবে । তুমি পরে যাবে পৃথিবীর সবচেয়ে বড় গেম এ । কোনো রুলস বা ইমোশন যার সামনে কাজ করে না তা হলো বাস্তবতা। তুমি এটা অস্বিকার করতে পারবে না । বাস্তবতা মেনেই তোমাকে বাঁচতে হবে করতে হবে সত্যকে স্বীকার ।
জীবনে পেইন কতটা গুরত্বপূর্ণ এটা তুমি বুঝবে । যত তাড়াতাড়ি এটা তোমার জীবনে আসবে ততই তোমার মঙ্গল। শত্রুর থেকে পালিয়ে যাওয়া কোনও সমাধান না।এটাকে বুকে জড়িয়ে এগিয়ে যেতে হয়।
তুমি অব্যশই জানো ভালোবাসা কি । এতে কেমন অনুভূতি হয় এটাও তোমার জানা ।তুমি জানো না পেইন কি তবে জানবে অবশই জানবে তুমি । স্বার্থপর মানুষে ভরা এই দুনিয়া তোমাকে তোমাকে এটার অনুভূতি দিবে। তুমি যেদিন বুজবে পেইন কি ওইদিন ই তুমি বুজবে আসল সুখ কি আসল ভালোবাসা তখনো তোমার কাছে ধোয়াশা । তুমি তখন ঘুরবে তোমার মনের চাপা গলিতে । খুঁজবে অতীতের সুন্দর সৃতি গুলো । তাদের আকড়ে ধরতে চাইবে শান্তির জন্য । ঠিক তখন ই তোমাকে রিয়ালিটি এসে ভুগাবে । তুমি একজন বেটা মানুষ এই রিয়ালাইজেশন তোমাকে তাড়আ করে বেড়াবে । তুমি পরে যাবে পৃথিবীর সবচেয়ে বড় গেম এ । কোনো রুলস বা ইমোশন যার সামনে কাজ করে না তা হলো বাস্তবতা। তুমি এটা অস্বিকার করতে পারবে না । বাস্তবতা মেনেই তোমাকে বাঁচতে হবে করতে হবে সত্যকে স্বীকার । জীবনে পেইন কতটা গুরত্বপূর্ণ এটা তুমি বুঝবে । যত তাড়াতাড়ি এটা তোমার জীবনে আসবে ততই তোমার মঙ্গল। শত্রুর থেকে পালিয়ে যাওয়া কোনও সমাধান না।এটাকে বুকে জড়িয়ে এগিয়ে যেতে হয়।
0 Comments 0 Shares 143 Views 0 Reviews
BlackBird Ai
https://bbai.shop