গভীর তাৎপর্যময় একটা মিশরীয় গল্প

সিংহরা দীর্ঘদিন পর তাদের পছন্দমতো একটি গাধা শিকার করতে সক্ষম হয়।

তখন সবচেয়ে বিচক্ষণ সিংহ বলে: এই গাধাকে না মেরে বরং বাঁচিয়ে রাখো। তাহলে আমাদের কার্যসিদ্ধি সহজ হবে।

এরপর, সিংহের দল গাধাকে শুধু বাঁচিয়ে রাখলো না। তাকে যতন করে-তার পরিচর্যা করে গাধাটিকে তাদের একজন হিসাবে তৈরি করে নিলো।

এরপর সিংহের দল গাধাদের সমাজে শৃংখলা ফিরিয়ে আনার জন্য তাকে নেতা হিসেবে পাঠায়।

সিংহ কর্তৃক স্বীকৃত নেতাকে পেয়ে গাধারা তার মহীমাকীর্তন শুরু করে। যে গাধা তার বিরুদ্ধে যেত বা তার কথা না মানত, তাকে ধরপাকড় করা হতো যতক্ষণ না সিংহের দল পরিদর্শনে আসতো।

তারপর তাকে সিংহদের সামনে খাবার হিসেবে পেশ করা হতো।

ফলে - সিংহরা গাধাদের সমাজে যা চাইলো তাই ঘটলো। তারা অতি সহজেই তাদের খাবারে পেয়ে গেলো এবং তাদের শিকারের কষ্ট লাঘব হলো।

গাধারা বুঝতেও পারলোনা- গাধাদের সমাজে যে সিংহ, সিংহের সমাজে সে আসলে এক গাধা।

হেনরি কিসিঞ্জার বলেছিলেন- আমরা তাদের জন্য এমন এক ব্যবস্থা তৈরি করে দিয়ে যেতে চাই , যাতে আমাদের সব লক্ষ্য তাদের হাতে দিয়েই পূর্ণতা পায়।
গভীর তাৎপর্যময় একটা মিশরীয় গল্প সিংহরা দীর্ঘদিন পর তাদের পছন্দমতো একটি গাধা শিকার করতে সক্ষম হয়। তখন সবচেয়ে বিচক্ষণ সিংহ বলে: এই গাধাকে না মেরে বরং বাঁচিয়ে রাখো। তাহলে আমাদের কার্যসিদ্ধি সহজ হবে। এরপর, সিংহের দল গাধাকে শুধু বাঁচিয়ে রাখলো না। তাকে যতন করে-তার পরিচর্যা করে গাধাটিকে তাদের একজন হিসাবে তৈরি করে নিলো। এরপর সিংহের দল গাধাদের সমাজে শৃংখলা ফিরিয়ে আনার জন্য তাকে নেতা হিসেবে পাঠায়। সিংহ কর্তৃক স্বীকৃত নেতাকে পেয়ে গাধারা তার মহীমাকীর্তন শুরু করে। যে গাধা তার বিরুদ্ধে যেত বা তার কথা না মানত, তাকে ধরপাকড় করা হতো যতক্ষণ না সিংহের দল পরিদর্শনে আসতো। তারপর তাকে সিংহদের সামনে খাবার হিসেবে পেশ করা হতো। ফলে - সিংহরা গাধাদের সমাজে যা চাইলো তাই ঘটলো। তারা অতি সহজেই তাদের খাবারে পেয়ে গেলো এবং তাদের শিকারের কষ্ট লাঘব হলো। গাধারা বুঝতেও পারলোনা- গাধাদের সমাজে যে সিংহ, সিংহের সমাজে সে আসলে এক গাধা। হেনরি কিসিঞ্জার বলেছিলেন- আমরা তাদের জন্য এমন এক ব্যবস্থা তৈরি করে দিয়ে যেতে চাই , যাতে আমাদের সব লক্ষ্য তাদের হাতে দিয়েই পূর্ণতা পায়।
0 Commentaires 0 Parts 113 Vue
BlackBird Ai
https://bbai.shop