সম্প্রতি ফেসবুকে বিপাশা হায়াত ও জয়া আহসানকে নিয়ে তুলনা করে কিছু পোস্ট দেখে সত্যি বলতে খুবই হতাশ হয়েছি। আমরা আসলে কথা বলার সময় খেয়ালই করি না কাকে নিয়ে বলছি, কেন বলছি, আমি কে বলার? পোস্ট টাইটেল, বিপাশা হায়াত আর জয়া আহসান সেইম এইজের হলেও জয়া আহসান glamorous আর বিপাশা হায়াত নাকি নিজের যত্ন নেন না, তাই নাকি এখন এমন দেখাচ্ছে ! আমার প্রশ্ন হচ্ছে, কেমন দেখাচ্ছে?

বিপাশা হায়াত চোখে মুখে ইনজেকশন দিয়ে ফ্রেশ থাকা ট্রেন্ডে হাঁটেননি, কারণ তাঁর নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। উনি চুলে কালার করেন না, কারণ বয়স ঢেকে রাখার মধ্যে হয়ত তিনি সৌন্দর্য খোঁজেন না। তার চোখেমুখে যে আত্মতৃপ্তি ও ভারসাম্য আছে, সেটা তো আজকের দিনে চকচকে চেহারার (ফিলার, ফিল্টার দেয়া) অনেকের মাঝেই নেই। একজন নারী ৫০ পেরিয়ে এসেও কি দারুন ফিটনেস, কি সুন্দর স্কিন!

জয়া আহসান নিজের মতো করে গ্ল্যামার ধরে রেখেছেন, ক্যারিয়ারে এখনও অসাধারণ পারফর্ম করছেন। সেটাও প্রশংসনীয়। কিন্তু তার মানে এই নয় যে, বিপাশা হায়াত পিছিয়ে পড়েছেন। যিনি নিজের শিল্পচর্চা, পরিবার, সন্তানদের প্রতিষ্ঠা আর শান্তিপূর্ণ জীবনকে বেছে নিয়েছেন। বিদেশে থাকেন, স্বনামধন‍্য পরিবারের শিক্ষিত নারী তিনি, নিজে এত বড় celebrity! সে তার যত্ন নেন না, যত্ন নেন আপনি? আপনারা?

আমাদের মত দেশের সমস্যা হলো কাউকে নার্সি%^সিস্টিক গ্ল্যামার না দেখলেই ধরে নেই, তার সব শেষ। বয়স বাড়া, চুল পাকা হওয়া, স্কিনে ভাঁজ আসা, এসব কি অপরাধ? মানুষ কি প্লাস্টিকের তৈরি? বয়সের ছাপ সবার পরবে এতে সমস‍্যা কি? যে বয়সের যে সৌন্দর্য সেটা দেখানোকে অযত্ন বলে না, বলে Confidence!

আত্মবিশ্বাস মানে হলো নিজের বয়সকে সম্মান করে, নিজের অস্তিত্বকে ভালোবেসে বাঁচা। বিপাশা হায়াত সেটা করে দেখাচ্ছেন, আর সেটা অনেকের চোখে সহ্য হচ্ছে না কারণ মানুষ আজকাল মেকি পারফেকশন ছাড়া সৌন্দর্য চিনতে শেখেনি।আর যারা এসব লিখছে আর প্রচার করছে তাদের শিক্ষা-দীক্ষা ও রুচি যে আসলে নিম্নমানের এতে কোন সন্দেহ নাই, কি জঘন‍্য comparison, কি বাজে concept!

আমি বলবো তুলনা না করে, নারীদের স্বতন্ত্রতাকে সম্মান করতে শিখুন। Whether it’s Jaya Ahsan’s timeless glamor or Bipasha Hayat’s graceful simplicity, both are powerful in their own right.

বয়সের সৌন্দর্য আছে, অভিজ্ঞতার দীপ্তি আছে। আত্মবিশ্বাসই আসল গ্ল্যামার। And if appreciation feels too heavy, silence is always a wiser choice.

Sajia Tonny
সম্প্রতি ফেসবুকে বিপাশা হায়াত ও জয়া আহসানকে নিয়ে তুলনা করে কিছু পোস্ট দেখে সত্যি বলতে খুবই হতাশ হয়েছি। আমরা আসলে কথা বলার সময় খেয়ালই করি না কাকে নিয়ে বলছি, কেন বলছি, আমি কে বলার? পোস্ট টাইটেল, বিপাশা হায়াত আর জয়া আহসান সেইম এইজের হলেও জয়া আহসান glamorous আর বিপাশা হায়াত নাকি নিজের যত্ন নেন না, তাই নাকি এখন এমন দেখাচ্ছে ! আমার প্রশ্ন হচ্ছে, কেমন দেখাচ্ছে? বিপাশা হায়াত চোখে মুখে ইনজেকশন দিয়ে ফ্রেশ থাকা ট্রেন্ডে হাঁটেননি, কারণ তাঁর নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। উনি চুলে কালার করেন না, কারণ বয়স ঢেকে রাখার মধ্যে হয়ত তিনি সৌন্দর্য খোঁজেন না। তার চোখেমুখে যে আত্মতৃপ্তি ও ভারসাম্য আছে, সেটা তো আজকের দিনে চকচকে চেহারার (ফিলার, ফিল্টার দেয়া) অনেকের মাঝেই নেই। একজন নারী ৫০ পেরিয়ে এসেও কি দারুন ফিটনেস, কি সুন্দর স্কিন! জয়া আহসান নিজের মতো করে গ্ল্যামার ধরে রেখেছেন, ক্যারিয়ারে এখনও অসাধারণ পারফর্ম করছেন। সেটাও প্রশংসনীয়। কিন্তু তার মানে এই নয় যে, বিপাশা হায়াত পিছিয়ে পড়েছেন। যিনি নিজের শিল্পচর্চা, পরিবার, সন্তানদের প্রতিষ্ঠা আর শান্তিপূর্ণ জীবনকে বেছে নিয়েছেন। বিদেশে থাকেন, স্বনামধন‍্য পরিবারের শিক্ষিত নারী তিনি, নিজে এত বড় celebrity! সে তার যত্ন নেন না, যত্ন নেন আপনি? আপনারা? আমাদের মত দেশের সমস্যা হলো কাউকে নার্সি%^সিস্টিক গ্ল্যামার না দেখলেই ধরে নেই, তার সব শেষ। বয়স বাড়া, চুল পাকা হওয়া, স্কিনে ভাঁজ আসা, এসব কি অপরাধ? মানুষ কি প্লাস্টিকের তৈরি? বয়সের ছাপ সবার পরবে এতে সমস‍্যা কি? যে বয়সের যে সৌন্দর্য সেটা দেখানোকে অযত্ন বলে না, বলে Confidence! আত্মবিশ্বাস মানে হলো নিজের বয়সকে সম্মান করে, নিজের অস্তিত্বকে ভালোবেসে বাঁচা। বিপাশা হায়াত সেটা করে দেখাচ্ছেন, আর সেটা অনেকের চোখে সহ্য হচ্ছে না কারণ মানুষ আজকাল মেকি পারফেকশন ছাড়া সৌন্দর্য চিনতে শেখেনি।আর যারা এসব লিখছে আর প্রচার করছে তাদের শিক্ষা-দীক্ষা ও রুচি যে আসলে নিম্নমানের এতে কোন সন্দেহ নাই, কি জঘন‍্য comparison, কি বাজে concept! আমি বলবো তুলনা না করে, নারীদের স্বতন্ত্রতাকে সম্মান করতে শিখুন। Whether it’s Jaya Ahsan’s timeless glamor or Bipasha Hayat’s graceful simplicity, both are powerful in their own right. বয়সের সৌন্দর্য আছে, অভিজ্ঞতার দীপ্তি আছে। আত্মবিশ্বাসই আসল গ্ল্যামার। And if appreciation feels too heavy, silence is always a wiser choice. Sajia Tonny
0 التعليقات 0 المشاركات 185 مشاهدة
BlackBird Ai
https://bbai.shop