২০০০-এর দশকের শুরুর দিকে, হার্ভার্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র মার্ক জাকারবার্গ একটা ছোট্ট অনলাইন প্রজেক্ট শুরু করেন। নাম ছিল “Thefacebook”। ওটা ছিল মূলত হার্ভার্ডের ছাত্রদের নিজেদের মধ্যে যুক্ত হতে সাহায্য করার জন্য তৈরি একটি ডিজিটাল ডিরেক্টরি।

কিন্তু সেই সাধারণ আইডিয়া খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। কয়েক সপ্তাহের মধ্যেই এটি ছড়িয়ে পড়ে অন্যান্য আইভি লিগ বিশ্ববিদ্যালয়েও।

জাকারবার্গ তখন বন্ধুদের সঙ্গে হাত মেলান। ডাস্টিন মোস্কোভিটজ, এডুয়ার্ডো স্যাভেরিনসহ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু নিয়ে দিন-রাত কাজ করতে থাকেন প্রজেক্টটি বড় করার জন্য।

একসময় সিদ্ধান্ত নেন- পুরোপুরি ফেসবুকেই মনোযোগ দেবেন। তাই হার্ভার্ড ছেড়ে চলে যান সিলিকন ভ্যালিতে। সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়।

যে জিনিসটি একসময় ছিল শুধুমাত্র ছাত্রদের জন্য বানানো একটি ক্যাম্পাস সোশ্যাল ডিরেক্টরি, সেটাই আজ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম- ফেসবুক।
.
.
#itihaser_golpo #itihasergolpo #MarkZuckerberg
২০০০-এর দশকের শুরুর দিকে, হার্ভার্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র মার্ক জাকারবার্গ একটা ছোট্ট অনলাইন প্রজেক্ট শুরু করেন। নাম ছিল “Thefacebook”। ওটা ছিল মূলত হার্ভার্ডের ছাত্রদের নিজেদের মধ্যে যুক্ত হতে সাহায্য করার জন্য তৈরি একটি ডিজিটাল ডিরেক্টরি। কিন্তু সেই সাধারণ আইডিয়া খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। কয়েক সপ্তাহের মধ্যেই এটি ছড়িয়ে পড়ে অন্যান্য আইভি লিগ বিশ্ববিদ্যালয়েও। জাকারবার্গ তখন বন্ধুদের সঙ্গে হাত মেলান। ডাস্টিন মোস্কোভিটজ, এডুয়ার্ডো স্যাভেরিনসহ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু নিয়ে দিন-রাত কাজ করতে থাকেন প্রজেক্টটি বড় করার জন্য। একসময় সিদ্ধান্ত নেন- পুরোপুরি ফেসবুকেই মনোযোগ দেবেন। তাই হার্ভার্ড ছেড়ে চলে যান সিলিকন ভ্যালিতে। সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়। যে জিনিসটি একসময় ছিল শুধুমাত্র ছাত্রদের জন্য বানানো একটি ক্যাম্পাস সোশ্যাল ডিরেক্টরি, সেটাই আজ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম- ফেসবুক। . . #itihaser_golpo #itihasergolpo #MarkZuckerberg
0 التعليقات 0 المشاركات 192 مشاهدة
BlackBird Ai
https://bbai.shop