বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৫) নিউইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টার জামে মসজিদে নিহত NYPD পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।

বৃষ্টি উপেক্ষা করে ২০ হাজারেরও বেশি মানুষ তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
জানাজা শেষে দিদারুল ইসলামকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজার আগে নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ দিদারুলের স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি দিদারুল ইসলামকে মরণোত্তর 'ডিটেকটিভ ফার্স্ট গ্রেড' পদে পদোন্নতি দেওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, ২৮ জুলাই ম্যানহাটনের একটি ভবনে বন্দুকধারীর গুলিতে দিদারুল ইসলাম নিহত হন। তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে এসেছিলেন এবং সাড়ে তিন বছরের বেশি সময় ধরে NYPD-তে কর্মরত ছিলেন। তিনি দুই সন্তানের বাবা ছিলেন এবং তার স্ত্রী তৃতীয় সন্তানের প্রত্যাশা করছিলেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৫) নিউইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টার জামে মসজিদে নিহত NYPD পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে ২০ হাজারেরও বেশি মানুষ তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন। জানাজা শেষে দিদারুল ইসলামকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার আগে নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ দিদারুলের স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি দিদারুল ইসলামকে মরণোত্তর 'ডিটেকটিভ ফার্স্ট গ্রেড' পদে পদোন্নতি দেওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, ২৮ জুলাই ম্যানহাটনের একটি ভবনে বন্দুকধারীর গুলিতে দিদারুল ইসলাম নিহত হন। তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে এসেছিলেন এবং সাড়ে তিন বছরের বেশি সময় ধরে NYPD-তে কর্মরত ছিলেন। তিনি দুই সন্তানের বাবা ছিলেন এবং তার স্ত্রী তৃতীয় সন্তানের প্রত্যাশা করছিলেন।
Sad
3
0 التعليقات 0 المشاركات 193 مشاهدة
BlackBird Ai
https://bbai.shop