ভালো মা হতে গিয়ে ক্লান্ত এক মা… আমি কি একটু থামতে পারি না?”
“একজন মা যখন শিশুর জন্য রাতভর জেগে থাকে, সকালে ক্লান্ত শরীর নিয়েও রান্নাঘরে দাঁড়ায়, দুপুরে আবার ঘুম না দিয়েই খেলনা গুছায়—তখন তিনি কেবল মা নন। তখন তিনি হচ্ছেন এক নিঃশব্দ যোদ্ধা, যার ক্লান্তির কোনো ভাষা নেই। তবে, এই যোদ্ধারও হৃদয় আছে। এই মায়েরও কান্না পায়। এই মায়েরও কখনো মনে হয়—“আর পারছি না।” “শুধু একটুখানি নিঃশ্বাস নিতে চাই, কেউ যেন কিছু না বলে।”...
Love
3
2 Kommentare 0 Geteilt 509 Ansichten
BlackBird Ai
https://bbai.shop