১৯৭৩ সালে বাংলাদেশের নায়িকা ববিতার এই ছবিটি ছাপা হয় নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে।

সেই সময় তাকে বিশ্বের সেরা দশ জন অভিনেত্রীর একজন বলে স্বীকৃতি দেয়া হয়েছিলো।

মূলত সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত সিনেমা মুক্তির পরই তার সৌন্দর্য এবং অভিনয় প্রতিভা বিশ্ব দরবারে উঠে আসে।

© Papri Routh
১৯৭৩ সালে বাংলাদেশের নায়িকা ববিতার এই ছবিটি ছাপা হয় নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে। সেই সময় তাকে বিশ্বের সেরা দশ জন অভিনেত্রীর একজন বলে স্বীকৃতি দেয়া হয়েছিলো। মূলত সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত সিনেমা মুক্তির পরই তার সৌন্দর্য এবং অভিনয় প্রতিভা বিশ্ব দরবারে উঠে আসে। © Papri Routh
0 Commentaires 0 Parts 290 Vue
BlackBird Ai
https://bbai.shop