ভবিষ্যতে তাসকিন আর কখনো মা*রা*মা*রিতে জড়াবেন না বলে থানায় অঙ্গিকার করেছেন তাসকিনের বাবা..🚨

গত কয়েকদিন আগে মধ্যরাতে মদ্যপান করে ছোটবেলার বন্ধুকে ডেকে এনে নিজ গাড়িতে মা*রধর করেন তাসকিন। পরে, সেই বন্ধু থানায় জিডি করলে সোস্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে। তাসকিন নিজ থেকেই চেয়েছেন মিচ্যুয়াল করতে।
ফলে, গতকাল রাতে থানায় বসে বন্ধুর পরিবারের কাছে তাসকিন এমন আর করবেন না বলে অঙ্গিকার করেছেন তাসকিনের বাবা। তবে, জিডি এখনো তোলা হয় নি।

#TaskinAhmed | #khelarpata
ভবিষ্যতে তাসকিন আর কখনো মা*রা*মা*রিতে জড়াবেন না বলে থানায় অঙ্গিকার করেছেন তাসকিনের বাবা..🚨 গত কয়েকদিন আগে মধ্যরাতে মদ্যপান করে ছোটবেলার বন্ধুকে ডেকে এনে নিজ গাড়িতে মা*রধর করেন তাসকিন। পরে, সেই বন্ধু থানায় জিডি করলে সোস্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে। তাসকিন নিজ থেকেই চেয়েছেন মিচ্যুয়াল করতে। ফলে, গতকাল রাতে থানায় বসে বন্ধুর পরিবারের কাছে তাসকিন এমন আর করবেন না বলে অঙ্গিকার করেছেন তাসকিনের বাবা। তবে, জিডি এখনো তোলা হয় নি। #TaskinAhmed | #khelarpata
0 Commentaires 0 Parts 296 Vue
BlackBird Ai
https://bbai.shop