⏱ জাপানে একবার একটি ট্রেন ৩৫ সেকেন্ড দেরিতে ছেড়েছিল।
মাত্র ৩৫ সেকেন্ড!

কিন্তু ওই দেশের ট্রেনচালক যাত্রীদের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন।
কারণ তাঁর কাছে সময় শুধু সংখ্যার হিসাব নয় — এটা ছিল নৈতিকতার প্রশ্ন।

আমরা অনেকেই ভাবি,
"এক মিনিটেরই বা কী এমন দাম?"

কিন্তু ভেবে দেখো...

---

এক মিনিটের মূল্য কত?

অ্যাম্বুলেন্স এক মিনিট দেরি করলে
একটি জীবন থেমে যেতে পারে।

পরীক্ষায় এক মিনিট বেশি সময় পেলে
কারো ভবিষ্যৎ বদলে যেতে পারে।

ট্রেন এক মিনিট আগেই ছেড়ে দিলে
একজন যাত্রীর সারা জীবনের আক্ষেপ হয়ে যেতে পারে।

এক মিনিট আগে ফোন করলে
ভেঙে যাওয়া মন জোড়া লাগতে পারে।

---

এই "এক মিনিটই" কাউকে
বাঁচাতে পারে, গড়তে পারে, আবার ভেঙেও দিতে পারে।

জাপানের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়,
সময় মানে জীবন।
সময় মানে দায়িত্ব।
সময় মানে সম্মান।

তাই শিখে নিই:

"এক মিনিটও যেন না যায় বৃথা।"

যদি লেখাটি স্পর্শ করে, অন্তত একবার শেয়ার করো।
কারণ এই এক মিনিটেই হয়তো বদলে যাবে কারো মন, মনোভাব, বা জীবন।

Inspiration Media Official #motivationalquotes #banglastory
⏱ জাপানে একবার একটি ট্রেন ৩৫ সেকেন্ড দেরিতে ছেড়েছিল। মাত্র ৩৫ সেকেন্ড! কিন্তু ওই দেশের ট্রেনচালক যাত্রীদের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন। কারণ তাঁর কাছে সময় শুধু সংখ্যার হিসাব নয় — এটা ছিল নৈতিকতার প্রশ্ন। আমরা অনেকেই ভাবি, "এক মিনিটেরই বা কী এমন দাম?" কিন্তু ভেবে দেখো... --- 💡 এক মিনিটের মূল্য কত? 🚑 অ্যাম্বুলেন্স এক মিনিট দেরি করলে একটি জীবন থেমে যেতে পারে। 🎓 পরীক্ষায় এক মিনিট বেশি সময় পেলে কারো ভবিষ্যৎ বদলে যেতে পারে। 🚄 ট্রেন এক মিনিট আগেই ছেড়ে দিলে একজন যাত্রীর সারা জীবনের আক্ষেপ হয়ে যেতে পারে। 📞 এক মিনিট আগে ফোন করলে ভেঙে যাওয়া মন জোড়া লাগতে পারে। --- এই "এক মিনিটই" কাউকে বাঁচাতে পারে, গড়তে পারে, আবার ভেঙেও দিতে পারে। জাপানের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, 👉 সময় মানে জীবন। 👉 সময় মানে দায়িত্ব। 👉 সময় মানে সম্মান। 🧭 তাই শিখে নিই: "এক মিনিটও যেন না যায় বৃথা।" 🔁 যদি লেখাটি স্পর্শ করে, অন্তত একবার শেয়ার করো। কারণ এই এক মিনিটেই হয়তো বদলে যাবে কারো মন, মনোভাব, বা জীবন। Inspiration Media Official #motivationalquotes #banglastory
0 Commentarios 0 Acciones 228 Views
BlackBird Ai
https://bbai.shop