মোয়া পাখি
মানুষ যখন নিউজিল্যান্ডের ভূমিতে প্রথম পা রাখে, তারা এক আশ্চর্যজনক ডানাবিহীন পাখির মুখোমুখি হয়। এই পাখির নাম মোয়া। এরা ডাইনরনিথিডি (Dinornithidae) পরিবারভুক্ত। ক্যাসোয়ারি বা ইমুর মতো তাদের কাছের আত্মীয় পাখিদের ডানা থাকলেও, বিবর্তনের কারণে মোয়াদের ক্ষেত্রে পুরোপুরি ডানার হাড়ই হারিয়ে যায়, ফলে এরা সত্যিকার অর্থেই ছিল ফ্লাইটলেস মানে সম্পূর্ণ ডানাহীন। এরা উড়তে পারে না। এই বিশেষ অভিযোজন বৈশিষ্ট্য...
0 Kommentare 0 Geteilt 155 Ansichten
BlackBird Ai
https://bbai.shop