🌐 গুগলের শুরুর গল্প: গ্যারেজ থেকে গ্লোবাল জায়ান্ট
🎓 স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক পরিচয় (১৯৯৫)
১৯৯৫ সালে ল্যারি পেজ নামক এক তরুণ ছাত্র স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি দেখা পান আরেক মেধাবী ছাত্র সার্গেই ব্রিন-এর সঙ্গে।শুরুর দিকে তাদের মতবিরোধ থাকলেও ধীরে ধীরে তারা বুঝতে পারেন, তারা দুজনেই বিশাল ডেটা ও ওয়েব ইনফরমেশনকে গোছানোর ব্যাপারে আগ্রহী।
তাদের লক্ষ্য ছিল—ইন্টারনেটের সমস্ত তথ্যকে সহজভাবে খুঁজে পাওয়ার মতো একটি...