🌏 ২০২৫ সালে ঘুরতে যাওয়ার সেরা দেশগুলো – মন ভালো, পকেট খুশি!
বন্ধু, আবারও সেই সময় এসেছে — ব্যাগ গোছাও, পাসপোর্ট দেখো, আর কল্পনায় ঘুরতে শুরু করো! ২০২৫ সালে ভ্রমণের প্ল্যান যদি করতেই চাও, তাহলে এই ব্লগ তোমার জন্য। পকেট-সচেতন, ইনস্টাগ্রাম-প্রেমিক আর অ্যাডভেঞ্চার-ভক্ত—সবার জন্যই কিছু না কিছু আছে!
🇯🇵 ১. জাপান – ফিউচার আর ফুচকা (ওপস, সুশি!)
জাপান এমন একটা দেশ, যেখানে রোবট তোমাকে চা দেবে, আবার পাশে দেখবে শত বছরের পুরোনো মন্দির!কেন...