কেনিয়ার রিফট ভ্যালির প্রত্যন্ত অঞ্চলের কেরিকো মিক্সড ডে সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করেন পিটার তাবিচি। সেখানে শত শত শিক্ষার্থীর জন্য বরাদ্দ ছিল মাত্র একটি কম্পিউটার, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৫৮, এবং ছাত্র-ছাত্রীদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা কলম, খাতা, খাবার- কিছুই কেনার সামর্থ্য রাখে না।

কিন্তু পিটার তাবিচি ভিন্ন ধাতুতে গড়া একজন মানুষ। তিনি নিজের বেতনের ৮০ ভাগ দিয়ে শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, বই আর খাবারের ব্যবস্থা করতেন। তার নিঃস্বার্থ মনোভাব ও আত্মত্যাগ পুরো স্কুলের চেহারাই বদলে দিয়েছে।

তার শিক্ষার্থীরা জাতীয় পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে, এমনকি আন্তর্জাতিক নানা বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় অংশ নিয়েও অপ্রত্যাশিতভাবে অন্যদের পেছনে ফেলে সাফল্য লাভ করেছে।

এই অসাধারণ অবদানের জন্য ২০১৯ সালে পিটার তাবিচি পান গ্লোবাল টিচার প্রাইজ, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ১ মিলিয়ন ডলারের পুরস্কার, যা শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়।

দুবাইয়ে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠান শুধুমাত্র একজন শিক্ষকের অর্জনের স্বীকৃতিই দেয়নি, বরং প্রমাণ করেছে- যখন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের উপর ভরসা রাখেন, তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন ও তাদের জন্যই লড়াই করেন, তখন আসলে যেকোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব।
.
.
#itihaser_golpo #itihasergolpo #PeterTabichi #schoollife #schooldays #teacherlife
কেনিয়ার রিফট ভ্যালির প্রত্যন্ত অঞ্চলের কেরিকো মিক্সড ডে সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করেন পিটার তাবিচি। সেখানে শত শত শিক্ষার্থীর জন্য বরাদ্দ ছিল মাত্র একটি কম্পিউটার, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৫৮, এবং ছাত্র-ছাত্রীদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা কলম, খাতা, খাবার- কিছুই কেনার সামর্থ্য রাখে না। কিন্তু পিটার তাবিচি ভিন্ন ধাতুতে গড়া একজন মানুষ। তিনি নিজের বেতনের ৮০ ভাগ দিয়ে শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, বই আর খাবারের ব্যবস্থা করতেন। তার নিঃস্বার্থ মনোভাব ও আত্মত্যাগ পুরো স্কুলের চেহারাই বদলে দিয়েছে। তার শিক্ষার্থীরা জাতীয় পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে, এমনকি আন্তর্জাতিক নানা বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় অংশ নিয়েও অপ্রত্যাশিতভাবে অন্যদের পেছনে ফেলে সাফল্য লাভ করেছে। এই অসাধারণ অবদানের জন্য ২০১৯ সালে পিটার তাবিচি পান গ্লোবাল টিচার প্রাইজ, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ১ মিলিয়ন ডলারের পুরস্কার, যা শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। দুবাইয়ে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠান শুধুমাত্র একজন শিক্ষকের অর্জনের স্বীকৃতিই দেয়নি, বরং প্রমাণ করেছে- যখন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের উপর ভরসা রাখেন, তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন ও তাদের জন্যই লড়াই করেন, তখন আসলে যেকোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। . . #itihaser_golpo #itihasergolpo #PeterTabichi #schoollife #schooldays #teacherlife
0 Commentaires 0 Parts 431 Vue
BlackBird Ai
https://bbai.shop