২০০৫ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে গবেষক কিথ চেন ও লরি স্যান্টোস একটি ব্যতিক্রমী পরীক্ষা চালান। তারা কেপুচিন প্রজাতির কয়েকটি বানরকে ধাতব টোকেন দেন, যেগুলো দিয়ে বানররা খাবার কিনতে পারত।
প্রথমদিকে মনে হয়েছিল ওরা শুধু খেলার ছলেই টোকেন নিচ্ছে, কিন্তু ধীরে ধীরে দেখা গেল- ওরা আসলেই হিসেব-নিকেশ করে কেনাকাটা করছে। কোনো প্রিয় খাবারের দাম কমলে সেটাই বেশি নিচ্ছে, আবার দাম বাড়লে বিকল্প বেছে নিচ্ছে। নির্দিষ্ট সংখ্যক টোকেন পেলে একেবারে সবখানেই সামঞ্জস্য রেখে খরচ করছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো- ওরা মানুষদের মতোই কিছু মানসিক ফাঁদে পা দিচ্ছে। যেমন- “বোনাস” শব্দ শুনে বেশি আগ্রহ দেখাচ্ছে, যদিও সেটা “মূল্যছাড়” বললেও একই জিনিস থাকছে। এমনকি ‘লস অ্যাভার্সন’ বা ক্ষতি এড়ানোর প্রবণতাও ওদের মধ্যে দেখা গেছে, যা মানুষদের অর্থনৈতিক সিদ্ধান্তে খুব বড় একটা বিষয়।
আর এই গবেষণার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী মুহূর্ত কোনটি জানেন? একদিন এক পুরুষ বানর তার টোকেন দিয়ে এক মেয়ে বানরের সঙ্গে মিলিত হলো! তারপর সেই মেয়ে বানরটি সেই টোকেন নিয়ে গেল আর খাবার কিনল!
এই ঘটনা ছিল একেবারে আলাদা, কিন্তু এটা প্রমাণ কর- বানর বুঝতে পেরেছে যে টোকেন শুধু খাবার কেনার জন্য নয়, এর এক ভিন্ন মূল্য আছে, ঠিক মানুষের টাকার মতোই!
.
.
#itihaser_golpo #itihasergolpo
প্রথমদিকে মনে হয়েছিল ওরা শুধু খেলার ছলেই টোকেন নিচ্ছে, কিন্তু ধীরে ধীরে দেখা গেল- ওরা আসলেই হিসেব-নিকেশ করে কেনাকাটা করছে। কোনো প্রিয় খাবারের দাম কমলে সেটাই বেশি নিচ্ছে, আবার দাম বাড়লে বিকল্প বেছে নিচ্ছে। নির্দিষ্ট সংখ্যক টোকেন পেলে একেবারে সবখানেই সামঞ্জস্য রেখে খরচ করছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো- ওরা মানুষদের মতোই কিছু মানসিক ফাঁদে পা দিচ্ছে। যেমন- “বোনাস” শব্দ শুনে বেশি আগ্রহ দেখাচ্ছে, যদিও সেটা “মূল্যছাড়” বললেও একই জিনিস থাকছে। এমনকি ‘লস অ্যাভার্সন’ বা ক্ষতি এড়ানোর প্রবণতাও ওদের মধ্যে দেখা গেছে, যা মানুষদের অর্থনৈতিক সিদ্ধান্তে খুব বড় একটা বিষয়।
আর এই গবেষণার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী মুহূর্ত কোনটি জানেন? একদিন এক পুরুষ বানর তার টোকেন দিয়ে এক মেয়ে বানরের সঙ্গে মিলিত হলো! তারপর সেই মেয়ে বানরটি সেই টোকেন নিয়ে গেল আর খাবার কিনল!
এই ঘটনা ছিল একেবারে আলাদা, কিন্তু এটা প্রমাণ কর- বানর বুঝতে পেরেছে যে টোকেন শুধু খাবার কেনার জন্য নয়, এর এক ভিন্ন মূল্য আছে, ঠিক মানুষের টাকার মতোই!
.
.
#itihaser_golpo #itihasergolpo
২০০৫ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে গবেষক কিথ চেন ও লরি স্যান্টোস একটি ব্যতিক্রমী পরীক্ষা চালান। তারা কেপুচিন প্রজাতির কয়েকটি বানরকে ধাতব টোকেন দেন, যেগুলো দিয়ে বানররা খাবার কিনতে পারত।
প্রথমদিকে মনে হয়েছিল ওরা শুধু খেলার ছলেই টোকেন নিচ্ছে, কিন্তু ধীরে ধীরে দেখা গেল- ওরা আসলেই হিসেব-নিকেশ করে কেনাকাটা করছে। কোনো প্রিয় খাবারের দাম কমলে সেটাই বেশি নিচ্ছে, আবার দাম বাড়লে বিকল্প বেছে নিচ্ছে। নির্দিষ্ট সংখ্যক টোকেন পেলে একেবারে সবখানেই সামঞ্জস্য রেখে খরচ করছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো- ওরা মানুষদের মতোই কিছু মানসিক ফাঁদে পা দিচ্ছে। যেমন- “বোনাস” শব্দ শুনে বেশি আগ্রহ দেখাচ্ছে, যদিও সেটা “মূল্যছাড়” বললেও একই জিনিস থাকছে। এমনকি ‘লস অ্যাভার্সন’ বা ক্ষতি এড়ানোর প্রবণতাও ওদের মধ্যে দেখা গেছে, যা মানুষদের অর্থনৈতিক সিদ্ধান্তে খুব বড় একটা বিষয়।
আর এই গবেষণার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী মুহূর্ত কোনটি জানেন? একদিন এক পুরুষ বানর তার টোকেন দিয়ে এক মেয়ে বানরের সঙ্গে মিলিত হলো! তারপর সেই মেয়ে বানরটি সেই টোকেন নিয়ে গেল আর খাবার কিনল!
এই ঘটনা ছিল একেবারে আলাদা, কিন্তু এটা প্রমাণ কর- বানর বুঝতে পেরেছে যে টোকেন শুধু খাবার কেনার জন্য নয়, এর এক ভিন্ন মূল্য আছে, ঠিক মানুষের টাকার মতোই!
.
.
#itihaser_golpo #itihasergolpo
0 Комментарии
0 Поделились
264 Просмотры