শুধু শুনলে হবে না, বোঝার জন্য শুনুন।
অনেক সময় আমরা কথোপকথনে থাকলেও, মনটা অন্য কোথাও থাকে। কেউ কিছু বলছে, আমরা মাথা নাড়ছি, “হুম হুম” বলছি—কিন্তু আদৌ কি আমরা শুনছি?
Stanford Communication Lab বলছে, মানুষ তখনই সত্যিকারের "connect" করে, যখন আপনি intentional listening করেন। অর্থাৎ, আপনি মন দিয়ে, বুঝে শুনছেন।
শুধু প্রতিক্রিয়া জানানোর জন্য না, বরং বুঝে follow-up করা—সেটাই সম্পর্কের আসল জায়গা।
ভাবুন একবার:
বন্ধু বলছে—
“গত কিছুদিন ধরে কিছুই ভালো লাগছে না।”
আপনি বললেন—
“তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি চিন্তিত, ঠিক বলছি তো?”
এই একটা প্রশ্ন, একটা বুঝে শোনা—ওই মানুষটার উপর কতখানি প্রভাব ফেলতে পারে, ভাবতে পারছেন?
আমরা যদি সবাই একটু বুঝে শুনি, তাহলে অনেক সম্পর্ক হয়তো ভাঙত না।
অনেক কষ্ট হয়তো ভাগাভাগি হয়ে কমে যেত।
তাই বলি,
শুধু শুনবেন না—মন দিয়ে, বুঝে শুনুন।
সেই শোনাই একটা সম্পর্কের শুরু হতে পারে।
অনেক সময় আমরা কথোপকথনে থাকলেও, মনটা অন্য কোথাও থাকে। কেউ কিছু বলছে, আমরা মাথা নাড়ছি, “হুম হুম” বলছি—কিন্তু আদৌ কি আমরা শুনছি?
Stanford Communication Lab বলছে, মানুষ তখনই সত্যিকারের "connect" করে, যখন আপনি intentional listening করেন। অর্থাৎ, আপনি মন দিয়ে, বুঝে শুনছেন।
শুধু প্রতিক্রিয়া জানানোর জন্য না, বরং বুঝে follow-up করা—সেটাই সম্পর্কের আসল জায়গা।
ভাবুন একবার:
বন্ধু বলছে—
“গত কিছুদিন ধরে কিছুই ভালো লাগছে না।”
আপনি বললেন—
“তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি চিন্তিত, ঠিক বলছি তো?”
এই একটা প্রশ্ন, একটা বুঝে শোনা—ওই মানুষটার উপর কতখানি প্রভাব ফেলতে পারে, ভাবতে পারছেন?
আমরা যদি সবাই একটু বুঝে শুনি, তাহলে অনেক সম্পর্ক হয়তো ভাঙত না।
অনেক কষ্ট হয়তো ভাগাভাগি হয়ে কমে যেত।
তাই বলি,
শুধু শুনবেন না—মন দিয়ে, বুঝে শুনুন।
সেই শোনাই একটা সম্পর্কের শুরু হতে পারে।
শুধু শুনলে হবে না, বোঝার জন্য শুনুন।
অনেক সময় আমরা কথোপকথনে থাকলেও, মনটা অন্য কোথাও থাকে। কেউ কিছু বলছে, আমরা মাথা নাড়ছি, “হুম হুম” বলছি—কিন্তু আদৌ কি আমরা শুনছি?
Stanford Communication Lab বলছে, মানুষ তখনই সত্যিকারের "connect" করে, যখন আপনি intentional listening করেন। অর্থাৎ, আপনি মন দিয়ে, বুঝে শুনছেন।
শুধু প্রতিক্রিয়া জানানোর জন্য না, বরং বুঝে follow-up করা—সেটাই সম্পর্কের আসল জায়গা।
ভাবুন একবার:
বন্ধু বলছে—
“গত কিছুদিন ধরে কিছুই ভালো লাগছে না।”
আপনি বললেন—
“তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি চিন্তিত, ঠিক বলছি তো?”
এই একটা প্রশ্ন, একটা বুঝে শোনা—ওই মানুষটার উপর কতখানি প্রভাব ফেলতে পারে, ভাবতে পারছেন?
আমরা যদি সবাই একটু বুঝে শুনি, তাহলে অনেক সম্পর্ক হয়তো ভাঙত না।
অনেক কষ্ট হয়তো ভাগাভাগি হয়ে কমে যেত।
তাই বলি,
শুধু শুনবেন না—মন দিয়ে, বুঝে শুনুন।
সেই শোনাই একটা সম্পর্কের শুরু হতে পারে।
0 Комментарии
0 Поделились
49 Просмотры