বিশ্বের সবচেয়ে বড় ৩২০০ মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরায় তোলা প্রথম ছবি আজ প্রকাশ করা হয়েছে!

নিচে যেই নীহারিকার (Nebula) ছবিটি দেখছেন, সেটি এই ক্যামেরায় তোলা প্রথম ছবিগুলোর একটি। ছবিটি এক মুহূর্তে তোলা হয়নি—বরং এটি তৈরি হয়েছে মোট ৬৭৮টি আলাদা এক্সপোজার একত্র করে। ছবিটি ঠিক কোথাকার, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আজ রাত ৯টা থেকে ইউটিউব লাইভ সম্প্রচারে বিস্তারিত

আপডেট: এই ছবির অরজিনাল ভার্সন ২৪.১৪ গিগাবাইট। চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। লিংক কমেন্টে 😃
বিশ্বের সবচেয়ে বড় ৩২০০ মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরায় তোলা প্রথম ছবি আজ প্রকাশ করা হয়েছে! নিচে যেই নীহারিকার (Nebula) ছবিটি দেখছেন, সেটি এই ক্যামেরায় তোলা প্রথম ছবিগুলোর একটি। ছবিটি এক মুহূর্তে তোলা হয়নি—বরং এটি তৈরি হয়েছে মোট ৬৭৮টি আলাদা এক্সপোজার একত্র করে। ছবিটি ঠিক কোথাকার, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আজ রাত ৯টা থেকে ইউটিউব লাইভ সম্প্রচারে বিস্তারিত আপডেট: এই ছবির অরজিনাল ভার্সন ২৪.১৪ গিগাবাইট। চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। লিংক কমেন্টে 😃
0 Commentaires 0 Parts 225 Vue
BlackBird Ai
https://bbai.shop