শার্ক ট্যাংক ইন্ডিয়া'র সিজন ওয়ানের শার্ক আশনীর গ্রোভার একটা পডকাস্টে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলেছিলো। তার কথার সারমর্ম ছিলো :

আমি যখন BharatPe শুরু করেছি তখন আমার বয়স ৩৬। অর্থাৎ, বেশ দেরিতে শুরু করেছি। আমার কো-ফাউন্ডারের বয়স তখন মাত্র ২০। এবং এখন এই বয়সের অনেকেই ভালো করতেছে।

তো এতে যে জিনিসটা হয়, আগে মানুষ ৫০/৬০ বছর বয়সে গিয়ে ভাবতো, 'লাইফে কিছুই করতে পারলাম না'। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় এখন ২০/২২ বছর বয়সীদের সফলতাকে এমনভাবে গ্লোরিফাই করা হচ্ছে যে, তা দেখে মানুষ যেটা ৫০/৬০ বছর বয়সে গিয়ে স্ট্রেস নিতো, ভাবতো আমি কিছু করতে পারলাম না,

সেটা ইয়াং জেনারেশন এখনই নেওয়া শুরু করেছে এই বলে যে, "আমি তো পিছিয়ে গেলাম! কী করছি জীবনে!"

আশনীরের বলা এই ফ্যাক্টটা চরম বাস্তবতা। সোশ্যাল মিডিয়ায় আমরা শুধু সফলতার গল্প দেখি৷ কেউ অল্প বয়সে মান্থলি ১০ লাখ টাকা আয় করছে, কেউ কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। অবচেতন মনে এসব গল্প অনুপ্রেরণার চাইতে আমাদের হতাশার কারণ বেশি হয়ে দাঁড়ায়।

অথচ, প্রত্যেকের জার্নিটা একরকম না। দুনিয়াতে সবার পক্ষে ২০/২২ বছর বয়সে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হওয়া সম্ভব না। ৩৫-৪০ বছর বয়স-ই নরমাল। বাকিগুলো এক্সেপশনাল।

ইভেন, প্রোগ্রামিং হিরো'র অনেক স্টুডেন্টও নিজের এজেন্সি দাঁড় করিয়ে বেশ ভালো অবস্থানে আছে৷ এটাও এক্সেপশনাল।

তরুণদের 'আর্লি সাকসেস' এর পেছনে ছুটার যে প্রতিযোগিতা তা থেকে বেরিয়ে আসা উচিৎ। এতে স্ট্রেস বাড়ে। এর মানে কি সময় নষ্ট করবেন? উত্তর হচ্ছে, "না"।

আমাদের উচিৎ নিজেকে প্রোডাক্টিভ বানানো। নিজেকে স্কিলড করা। ২০/২২ বছর বয়সটা নিজেদের প্রস্তুত করার সবচাইতে ভালো সময়।

এই সময়টাতে এসে :
- স্কিল ডেভেলপ করুন
- বই পড়ুন
- খেলাধুলা করুন

স্কিল ডেভেলপ করা, বই পড়ে নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনা, ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করাটাই এই বয়সে নরমাল। এক্সেপশনাল কিছু গল্প দেখে স্ট্রেস নেওয়ার কোনো মানে নেই।

হ্যাঁ, আর্লি এইজে সফলতা পাওয়ার চেষ্টা করা অন্যায় না। বরং, ভালো। করা উচিৎ। তবে, সেটাকে নিজের জন্য 'বাধ্যতামূলক' বানিয়ে ফেলে নিজের জীবনের শান্তি নষ্ট করা উচিৎ না। পুঁজিবাদী মানসিকতা শান্তি দিতে পারেনা।

আবারও বলছি, সময়টা নিজেকে তৈরি করার। তাতে ফোকাস করুন। যা সবার জন্য সহজ, সরল, সম্ভব - তা করতে না পারা ব্যর্থতা হতে পারে। কিন্তু, ২৫ বছর বয়সী বিল গেটস হতে না পারাটা কখনো ব্যর্থতা না।
শার্ক ট্যাংক ইন্ডিয়া'র সিজন ওয়ানের শার্ক আশনীর গ্রোভার একটা পডকাস্টে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলেছিলো। তার কথার সারমর্ম ছিলো : আমি যখন BharatPe শুরু করেছি তখন আমার বয়স ৩৬। অর্থাৎ, বেশ দেরিতে শুরু করেছি। আমার কো-ফাউন্ডারের বয়স তখন মাত্র ২০। এবং এখন এই বয়সের অনেকেই ভালো করতেছে। তো এতে যে জিনিসটা হয়, আগে মানুষ ৫০/৬০ বছর বয়সে গিয়ে ভাবতো, 'লাইফে কিছুই করতে পারলাম না'। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় এখন ২০/২২ বছর বয়সীদের সফলতাকে এমনভাবে গ্লোরিফাই করা হচ্ছে যে, তা দেখে মানুষ যেটা ৫০/৬০ বছর বয়সে গিয়ে স্ট্রেস নিতো, ভাবতো আমি কিছু করতে পারলাম না, সেটা ইয়াং জেনারেশন এখনই নেওয়া শুরু করেছে এই বলে যে, "আমি তো পিছিয়ে গেলাম! কী করছি জীবনে!" আশনীরের বলা এই ফ্যাক্টটা চরম বাস্তবতা। সোশ্যাল মিডিয়ায় আমরা শুধু সফলতার গল্প দেখি৷ কেউ অল্প বয়সে মান্থলি ১০ লাখ টাকা আয় করছে, কেউ কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। অবচেতন মনে এসব গল্প অনুপ্রেরণার চাইতে আমাদের হতাশার কারণ বেশি হয়ে দাঁড়ায়। অথচ, প্রত্যেকের জার্নিটা একরকম না। দুনিয়াতে সবার পক্ষে ২০/২২ বছর বয়সে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হওয়া সম্ভব না। ৩৫-৪০ বছর বয়স-ই নরমাল। বাকিগুলো এক্সেপশনাল। ইভেন, প্রোগ্রামিং হিরো'র অনেক স্টুডেন্টও নিজের এজেন্সি দাঁড় করিয়ে বেশ ভালো অবস্থানে আছে৷ এটাও এক্সেপশনাল। তরুণদের 'আর্লি সাকসেস' এর পেছনে ছুটার যে প্রতিযোগিতা তা থেকে বেরিয়ে আসা উচিৎ। এতে স্ট্রেস বাড়ে। এর মানে কি সময় নষ্ট করবেন? উত্তর হচ্ছে, "না"। আমাদের উচিৎ নিজেকে প্রোডাক্টিভ বানানো। নিজেকে স্কিলড করা। ২০/২২ বছর বয়সটা নিজেদের প্রস্তুত করার সবচাইতে ভালো সময়। এই সময়টাতে এসে : - স্কিল ডেভেলপ করুন - বই পড়ুন - খেলাধুলা করুন স্কিল ডেভেলপ করা, বই পড়ে নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনা, ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করাটাই এই বয়সে নরমাল। এক্সেপশনাল কিছু গল্প দেখে স্ট্রেস নেওয়ার কোনো মানে নেই। হ্যাঁ, আর্লি এইজে সফলতা পাওয়ার চেষ্টা করা অন্যায় না। বরং, ভালো। করা উচিৎ। তবে, সেটাকে নিজের জন্য 'বাধ্যতামূলক' বানিয়ে ফেলে নিজের জীবনের শান্তি নষ্ট করা উচিৎ না। পুঁজিবাদী মানসিকতা শান্তি দিতে পারেনা। আবারও বলছি, সময়টা নিজেকে তৈরি করার। তাতে ফোকাস করুন। যা সবার জন্য সহজ, সরল, সম্ভব - তা করতে না পারা ব্যর্থতা হতে পারে। কিন্তু, ২৫ বছর বয়সী বিল গেটস হতে না পারাটা কখনো ব্যর্থতা না।
0 Kommentare 0 Geteilt 45 Ansichten
BlackBird Ai
https://bbai.shop