Nexus: Georgia Tech-এর $২০ কোটি ডলারের AI সুপারকম্পিউটার, যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক গবেষণায় বিপ্লব আনবে

কল্পনা করুন এমন একটি সুপারকম্পিউটার যা প্রতি সেকেন্ডে ৪০০ কোয়াড্রিলিয়ন হিসাব করতে পারে — মানে পৃথিবীর প্রতিটি মানুষ যদি একসঙ্গে ৫০ মিলিয়ন হিসাব করত। এই শক্তির নাম Nexus। Georgia Tech ও তার সহযোগীরা National Science Foundation থেকে $২০ মিলিয়ন ডলার পেয়ে এই অত্যাধুনিক AI-চালিত সুপারকম্পিউটারটি তৈরি করছে। ২০২৬ সালের বসন্তে চালু হওয়ার কথা, Nexus চিকিৎসা, ক্লিন এনার্জি, জলবায়ু বিজ্ঞান, রোবোটিক্স, মহাকাশ গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

৩৩০ টেরাবাইট মেমোরি এবং ১০ পেটাবাইট দ্রুততম স্টোরেজ সুবিধার মাধ্যমে Nexus এত বিশাল ডেটা ও জটিল AI মডেল সহজেই হ্যান্ডেল করবে, যা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না। Nexus অত্যন্ত দ্রুতগতির নেটওয়ার্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ সুপারকম্পিউটারগুলোর সাথে যুক্ত থাকবে, এবং NSF প্রোগ্রামের মাধ্যমে দেশজুড়ে গবেষকরা এতে প্রবেশাধিকার পাবে।

একটি উদাহরণ দেই: Nexus দিয়ে ওষুধ আবিষ্কার প্রক্রিয়া হাজার বছরের পরিবর্তে মাত্র কয়েক ঘণ্টায় করা সম্ভব হবে, যা বর্তমানে অসুস্থতার জন্য কোন কার্যকর চিকিৎসা নেই এমন ক্ষেত্রগুলোতে বিপ্লব ঘটাতে পারে।

Georgia Tech-এর CODA ডেটা সেন্টারে অবস্থিত এই সুপারকম্পিউটারের ১০% সময় বরাদ্দ থাকবে Georgia Tech-এর জন্য, বাকিটা খুলে দেওয়া হবে পুরো জাতীয় গবেষণা সম্প্রদায়ের জন্য—যা উচ্চমানের AI কম্পিউটিং শক্তিকে একেবারে সবার জন্য উন্মুক্ত করবে।

এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন Georgia Tech-এর Center for AI in Science and Engineering (ARTISAN) এর পরিচালক সুরেশ মারু। Nexus শুধু একটি যন্ত্র নয়, এটি মানবজাতির সবচেয়ে কঠিন বৈজ্ঞানিক সমস্যার সমাধানে এক বিশাল পদক্ষেপ।

প্রশ্ন হচ্ছে, আমরা কি এই অসাধারণ শক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব বদলে দিতে প্রস্তুত?

সবচেয়ে হাইপ AI নিউজ, ফিচার আর ইউজিং ট্রিকস একসাথে পেতে ঢুকে পড়ো আমাদের গ্রুপে — AI for Bangladesh: https://www.facebook.com/share/g/1Fk5RjFYRZ/
Nexus: Georgia Tech-এর $২০ কোটি ডলারের AI সুপারকম্পিউটার, যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক গবেষণায় বিপ্লব আনবে কল্পনা করুন এমন একটি সুপারকম্পিউটার যা প্রতি সেকেন্ডে ৪০০ কোয়াড্রিলিয়ন হিসাব করতে পারে — মানে পৃথিবীর প্রতিটি মানুষ যদি একসঙ্গে ৫০ মিলিয়ন হিসাব করত। এই শক্তির নাম Nexus। Georgia Tech ও তার সহযোগীরা National Science Foundation থেকে $২০ মিলিয়ন ডলার পেয়ে এই অত্যাধুনিক AI-চালিত সুপারকম্পিউটারটি তৈরি করছে। ২০২৬ সালের বসন্তে চালু হওয়ার কথা, Nexus চিকিৎসা, ক্লিন এনার্জি, জলবায়ু বিজ্ঞান, রোবোটিক্স, মহাকাশ গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। ৩৩০ টেরাবাইট মেমোরি এবং ১০ পেটাবাইট দ্রুততম স্টোরেজ সুবিধার মাধ্যমে Nexus এত বিশাল ডেটা ও জটিল AI মডেল সহজেই হ্যান্ডেল করবে, যা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না। Nexus অত্যন্ত দ্রুতগতির নেটওয়ার্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ সুপারকম্পিউটারগুলোর সাথে যুক্ত থাকবে, এবং NSF প্রোগ্রামের মাধ্যমে দেশজুড়ে গবেষকরা এতে প্রবেশাধিকার পাবে। একটি উদাহরণ দেই: Nexus দিয়ে ওষুধ আবিষ্কার প্রক্রিয়া হাজার বছরের পরিবর্তে মাত্র কয়েক ঘণ্টায় করা সম্ভব হবে, যা বর্তমানে অসুস্থতার জন্য কোন কার্যকর চিকিৎসা নেই এমন ক্ষেত্রগুলোতে বিপ্লব ঘটাতে পারে। Georgia Tech-এর CODA ডেটা সেন্টারে অবস্থিত এই সুপারকম্পিউটারের ১০% সময় বরাদ্দ থাকবে Georgia Tech-এর জন্য, বাকিটা খুলে দেওয়া হবে পুরো জাতীয় গবেষণা সম্প্রদায়ের জন্য—যা উচ্চমানের AI কম্পিউটিং শক্তিকে একেবারে সবার জন্য উন্মুক্ত করবে। এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন Georgia Tech-এর Center for AI in Science and Engineering (ARTISAN) এর পরিচালক সুরেশ মারু। Nexus শুধু একটি যন্ত্র নয়, এটি মানবজাতির সবচেয়ে কঠিন বৈজ্ঞানিক সমস্যার সমাধানে এক বিশাল পদক্ষেপ। প্রশ্ন হচ্ছে, আমরা কি এই অসাধারণ শক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব বদলে দিতে প্রস্তুত? সবচেয়ে হাইপ AI নিউজ, ফিচার আর ইউজিং ট্রিকস একসাথে পেতে ঢুকে পড়ো আমাদের গ্রুপে — AI for Bangladesh: https://www.facebook.com/share/g/1Fk5RjFYRZ/
Love
1
0 Kommentare 0 Geteilt 127 Ansichten
BlackBird Ai
https://bbai.shop