গল্প: “স্কারলেট: এক মায়ের নাম”

সে ছিল স্রেফ এক পথবেড়াল।

আজ, সে ইতিহাসে বেঁচে আছে এক সাহসী মায়ের প্রতীক হয়ে—
একজন মা, যে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল শুধু তার সন্তানদের রক্ষা করার জন্য।

আমার নাম ক্যারেন ওয়েলেন।
১৯৯৬ সালে আমি ব্রুকলিনের এক পশু আশ্রয়কেন্দ্রে কাজ করতাম।
প্রতিদিনই কিছু না কিছু চ্যালেঞ্জ আসত, কিন্তু সেদিনের ঘটনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না।

হঠাৎ খবর এল—ইস্ট নিউইয়র্কের একটি পুরনো গ্যারেজে আগুন লেগেছে।
আমরা দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে পৌঁছালাম।
মেটালের দরজার ফাঁক দিয়ে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে, বাতাসে পোড়া প্লাস্টিকের কটু গন্ধ আর ধোঁয়ার ঘন আস্তরণ।

এই বিশৃঙ্খলার মধ্যেই আমি ওকে প্রথম দেখি।

একটা ছোট, পাতলা, ময়লা মাখা বেড়াল। তার শরীরের বিভিন্ন জায়গায় লোম নেই—তাপে ঝলসে গেছে। চোখ দুটো প্রায় বন্ধ, পোড়ার জ্বালায় ফুলে উঠেছে। তবুও সে এগিয়ে আসছিল—নির্ভুলভাবে, আস্তে করে মুখে করে একটি ছোট্ট বিড়ালছানা নিয়ে।

তারপর... সে আবার ভেতরে গেল।
একবার।
দু’বার।
তিন… চার… পাঁচ বার!

আমরা স্তব্ধ হয়ে তাকিয়ে দেখছিলাম। ধোঁয়ার ভেতর সে বারবার হারিয়ে যাচ্ছিল, আর প্রতিবারই আরও দুর্বল হয়ে বেরিয়ে আসছিল।
শেষবার ফিরে এসে সে একে একে তার বাচ্চাগুলোকে নাক দিয়ে ছুঁয়ে দেখল, যেন গুনে নিচ্ছে—এক, দুই, তিন, চার, পাঁচ...

তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল।

আমরা ভাবছিলাম, সে হয়তো আর বাঁচবে না। কিন্তু সে বেঁচে ছিল।
আমরা ওকে ‘স্কারলেট’ নাম দিলাম।

তার কান পুড়ে গিয়েছিল, পায়ের তলার নরম অংশ ছিঁড়ে গিয়েছিল, মুখের চামড়া ছিল সম্পূর্ণ ঝলসে যাওয়া।
তবুও সে কাঁদেনি। শুধু ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিল।

মনে হচ্ছিল, সে বুঝে গেছে—
"যতক্ষণ সন্তানরা নিরাপদ, ততক্ষণ সবকিছু সার্থক।"

আমরা তাকে একটি ভেজা কাপড়ে জড়িয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে এলাম।
চিকিৎসা চলল অনেক দিন—ড্রেসিং, মলম, ছোট ছোট অস্ত্রোপচার।
একটি ছানা বাঁচল না, কিন্তু চারটি টিকে গেল। আর স্কারলেটও।

সে পোষা বিড়াল ছিলো না। রাস্তায় কাটত তার দিন।
তবুও তার মধ্যে এমন ভালোবাসা আর সাহস ছিল—যা আমাদের অনেক মানুষের মাঝেও দেখা যায় না।

তার গল্প ছড়িয়ে পড়ল সারা বিশ্বে।
পত্রিকার প্রথম পাতায় তার ছবি ছাপা হলো।
একটি ভালোবাসাময় পরিবার তাকে দত্তক নিল।
আর সে হয়ে উঠল সাহস ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক।

স্কারলেট আমাদের শিখিয়ে গেল—
নায়ক হতে ইউনিফর্ম লাগে না, অস্ত্র লাগে না।
হৃদয় লাগে।।

গল্প: “স্কারলেট: এক মায়ের নাম” সে ছিল স্রেফ এক পথবেড়াল। আজ, সে ইতিহাসে বেঁচে আছে এক সাহসী মায়ের প্রতীক হয়ে— একজন মা, যে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল শুধু তার সন্তানদের রক্ষা করার জন্য। আমার নাম ক্যারেন ওয়েলেন। ১৯৯৬ সালে আমি ব্রুকলিনের এক পশু আশ্রয়কেন্দ্রে কাজ করতাম। প্রতিদিনই কিছু না কিছু চ্যালেঞ্জ আসত, কিন্তু সেদিনের ঘটনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। হঠাৎ খবর এল—ইস্ট নিউইয়র্কের একটি পুরনো গ্যারেজে আগুন লেগেছে। আমরা দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে পৌঁছালাম। মেটালের দরজার ফাঁক দিয়ে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে, বাতাসে পোড়া প্লাস্টিকের কটু গন্ধ আর ধোঁয়ার ঘন আস্তরণ। এই বিশৃঙ্খলার মধ্যেই আমি ওকে প্রথম দেখি। একটা ছোট, পাতলা, ময়লা মাখা বেড়াল। তার শরীরের বিভিন্ন জায়গায় লোম নেই—তাপে ঝলসে গেছে। চোখ দুটো প্রায় বন্ধ, পোড়ার জ্বালায় ফুলে উঠেছে। তবুও সে এগিয়ে আসছিল—নির্ভুলভাবে, আস্তে করে মুখে করে একটি ছোট্ট বিড়ালছানা নিয়ে। তারপর... সে আবার ভেতরে গেল। একবার। দু’বার। তিন… চার… পাঁচ বার! আমরা স্তব্ধ হয়ে তাকিয়ে দেখছিলাম। ধোঁয়ার ভেতর সে বারবার হারিয়ে যাচ্ছিল, আর প্রতিবারই আরও দুর্বল হয়ে বেরিয়ে আসছিল। শেষবার ফিরে এসে সে একে একে তার বাচ্চাগুলোকে নাক দিয়ে ছুঁয়ে দেখল, যেন গুনে নিচ্ছে—এক, দুই, তিন, চার, পাঁচ... তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল। আমরা ভাবছিলাম, সে হয়তো আর বাঁচবে না। কিন্তু সে বেঁচে ছিল। আমরা ওকে ‘স্কারলেট’ নাম দিলাম। তার কান পুড়ে গিয়েছিল, পায়ের তলার নরম অংশ ছিঁড়ে গিয়েছিল, মুখের চামড়া ছিল সম্পূর্ণ ঝলসে যাওয়া। তবুও সে কাঁদেনি। শুধু ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিল। মনে হচ্ছিল, সে বুঝে গেছে— "যতক্ষণ সন্তানরা নিরাপদ, ততক্ষণ সবকিছু সার্থক।" আমরা তাকে একটি ভেজা কাপড়ে জড়িয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে এলাম। চিকিৎসা চলল অনেক দিন—ড্রেসিং, মলম, ছোট ছোট অস্ত্রোপচার। একটি ছানা বাঁচল না, কিন্তু চারটি টিকে গেল। আর স্কারলেটও। সে পোষা বিড়াল ছিলো না। রাস্তায় কাটত তার দিন। তবুও তার মধ্যে এমন ভালোবাসা আর সাহস ছিল—যা আমাদের অনেক মানুষের মাঝেও দেখা যায় না। তার গল্প ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। পত্রিকার প্রথম পাতায় তার ছবি ছাপা হলো। একটি ভালোবাসাময় পরিবার তাকে দত্তক নিল। আর সে হয়ে উঠল সাহস ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। স্কারলেট আমাদের শিখিয়ে গেল— নায়ক হতে ইউনিফর্ম লাগে না, অস্ত্র লাগে না। হৃদয় লাগে।।
Love
1
0 Comments 0 Shares 13 Views
BlackBird Ai
https://bbai.shop