প্রথম বলেই ছক্কা! তবে বোলার যখন বাবা আর ব্যাটসম্যান ছেলে, তখন মুহূর্তটা বিশেষ হয়ে ওঠে। আফগানিস্তানের শাপাগিজা ক্রিকেট লিগে ঘটেছে এমনই এক বিরল ঘটনা। তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীকে তাঁর নিজের ছেলে হাসান ইসাখিল প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়েছেন।
গত শনিবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল মোহাম্মদ নবীর দল মিস আইনাক নাইটস ও তাঁর ছেলে হাসান ইসাখিলের দল আমো শার্কস।
প্রথমে ব্যাট করতে নামা আমো শার্কসের ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন মোহাম্মদ নবী। তখন স্ট্রাইকে থাকা তাঁর ছেলে হাসান ২৩ বলে ৩৪ রানে অপরাজিত। রাউন্ড দ্য উইকেট থেকে নবী প্রথম বলটি করতেই হাসান সজোরে ব্যাট চালিয়ে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠান।
অবিশ্বাস্য এই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছক্কা হজম করার পর নবী কয়েক সেকেন্ড ছেলের দিকে তাকিয়ে থেকে ফের বোলিং মার্কে ফিরে যান। অন্যদিকে, ছেলে হাসান সামান্য হেসে নন-স্ট্রাইকারের সঙ্গে কথা বলতে থাকেন, যেন বাবাকে বিন্দুমাত্র পাত্তা দিতে চাননি তিনি।
মাঠের এই বিরল দৃশ্য নিয়ে ধারাভাষ্যকাররাও উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন বলেন, "মোহাম্মদ নবীকে সম্ভাব্য সেরা উপায়ে স্বাগত জানালেন ইসাখিল।" আরেকজন মজা করে যোগ করেন, "ভদ্রতা বলতে কি কিছুই নেই! তিনি আপনার বাবা, আর আপনি প্রথম বলেই এত বড় ছক্কা হাঁকালেন!"
তবে ছেলের কাছে ব্যক্তিগত লড়াইয়ে হারলেও দিন শেষে জয়ীর হাসি হেসেছেন বাবাই। হাসানের ৫২ রানের ইনিংসের পরও তাঁর দল আমো শার্কস ১৬২ রানে অলআউট হয়ে যায়। জবাবে, মোহাম্মদ নবীর দল মিস আইনাক নাইটস ৩ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়। নবী নিজে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করে অপরাজিত থাকেন।
৪০ বছর বয়সী মোহাম্মদ নবী মূলত আফগানিস্তান জাতীয় দলে ছেলে হাসানের সঙ্গে খেলার স্বপ্ন দেখেন। এই স্বপ্ন পূরণের জন্যই তিনি ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা ১৮ বছর বয়সী হাসান ইসাখিল নির্বাচকদের নজরে আছেন। পিতা-পুত্রের এই জুটি শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যাবে বলে আশা করছেন আফগান ক্রিকেটপ্রেমীরা।
গত শনিবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল মোহাম্মদ নবীর দল মিস আইনাক নাইটস ও তাঁর ছেলে হাসান ইসাখিলের দল আমো শার্কস।
প্রথমে ব্যাট করতে নামা আমো শার্কসের ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন মোহাম্মদ নবী। তখন স্ট্রাইকে থাকা তাঁর ছেলে হাসান ২৩ বলে ৩৪ রানে অপরাজিত। রাউন্ড দ্য উইকেট থেকে নবী প্রথম বলটি করতেই হাসান সজোরে ব্যাট চালিয়ে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠান।
অবিশ্বাস্য এই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছক্কা হজম করার পর নবী কয়েক সেকেন্ড ছেলের দিকে তাকিয়ে থেকে ফের বোলিং মার্কে ফিরে যান। অন্যদিকে, ছেলে হাসান সামান্য হেসে নন-স্ট্রাইকারের সঙ্গে কথা বলতে থাকেন, যেন বাবাকে বিন্দুমাত্র পাত্তা দিতে চাননি তিনি।
মাঠের এই বিরল দৃশ্য নিয়ে ধারাভাষ্যকাররাও উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন বলেন, "মোহাম্মদ নবীকে সম্ভাব্য সেরা উপায়ে স্বাগত জানালেন ইসাখিল।" আরেকজন মজা করে যোগ করেন, "ভদ্রতা বলতে কি কিছুই নেই! তিনি আপনার বাবা, আর আপনি প্রথম বলেই এত বড় ছক্কা হাঁকালেন!"
তবে ছেলের কাছে ব্যক্তিগত লড়াইয়ে হারলেও দিন শেষে জয়ীর হাসি হেসেছেন বাবাই। হাসানের ৫২ রানের ইনিংসের পরও তাঁর দল আমো শার্কস ১৬২ রানে অলআউট হয়ে যায়। জবাবে, মোহাম্মদ নবীর দল মিস আইনাক নাইটস ৩ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়। নবী নিজে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করে অপরাজিত থাকেন।
৪০ বছর বয়সী মোহাম্মদ নবী মূলত আফগানিস্তান জাতীয় দলে ছেলে হাসানের সঙ্গে খেলার স্বপ্ন দেখেন। এই স্বপ্ন পূরণের জন্যই তিনি ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা ১৮ বছর বয়সী হাসান ইসাখিল নির্বাচকদের নজরে আছেন। পিতা-পুত্রের এই জুটি শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যাবে বলে আশা করছেন আফগান ক্রিকেটপ্রেমীরা।
প্রথম বলেই ছক্কা! তবে বোলার যখন বাবা আর ব্যাটসম্যান ছেলে, তখন মুহূর্তটা বিশেষ হয়ে ওঠে। আফগানিস্তানের শাপাগিজা ক্রিকেট লিগে ঘটেছে এমনই এক বিরল ঘটনা। তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীকে তাঁর নিজের ছেলে হাসান ইসাখিল প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়েছেন।
গত শনিবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল মোহাম্মদ নবীর দল মিস আইনাক নাইটস ও তাঁর ছেলে হাসান ইসাখিলের দল আমো শার্কস।
প্রথমে ব্যাট করতে নামা আমো শার্কসের ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন মোহাম্মদ নবী। তখন স্ট্রাইকে থাকা তাঁর ছেলে হাসান ২৩ বলে ৩৪ রানে অপরাজিত। রাউন্ড দ্য উইকেট থেকে নবী প্রথম বলটি করতেই হাসান সজোরে ব্যাট চালিয়ে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠান।
অবিশ্বাস্য এই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছক্কা হজম করার পর নবী কয়েক সেকেন্ড ছেলের দিকে তাকিয়ে থেকে ফের বোলিং মার্কে ফিরে যান। অন্যদিকে, ছেলে হাসান সামান্য হেসে নন-স্ট্রাইকারের সঙ্গে কথা বলতে থাকেন, যেন বাবাকে বিন্দুমাত্র পাত্তা দিতে চাননি তিনি।
মাঠের এই বিরল দৃশ্য নিয়ে ধারাভাষ্যকাররাও উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন বলেন, "মোহাম্মদ নবীকে সম্ভাব্য সেরা উপায়ে স্বাগত জানালেন ইসাখিল।" আরেকজন মজা করে যোগ করেন, "ভদ্রতা বলতে কি কিছুই নেই! তিনি আপনার বাবা, আর আপনি প্রথম বলেই এত বড় ছক্কা হাঁকালেন!"
তবে ছেলের কাছে ব্যক্তিগত লড়াইয়ে হারলেও দিন শেষে জয়ীর হাসি হেসেছেন বাবাই। হাসানের ৫২ রানের ইনিংসের পরও তাঁর দল আমো শার্কস ১৬২ রানে অলআউট হয়ে যায়। জবাবে, মোহাম্মদ নবীর দল মিস আইনাক নাইটস ৩ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়। নবী নিজে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করে অপরাজিত থাকেন।
৪০ বছর বয়সী মোহাম্মদ নবী মূলত আফগানিস্তান জাতীয় দলে ছেলে হাসানের সঙ্গে খেলার স্বপ্ন দেখেন। এই স্বপ্ন পূরণের জন্যই তিনি ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা ১৮ বছর বয়সী হাসান ইসাখিল নির্বাচকদের নজরে আছেন। পিতা-পুত্রের এই জুটি শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যাবে বলে আশা করছেন আফগান ক্রিকেটপ্রেমীরা।
0 Commentarios
0 Acciones
192 Views