খেয়াল করেছেন কখনও? বেশিরভাগ প্যাকেটজাত খাবারের প্যাকেটে একটা ছোট্ট সাদা বক্সের ভেতর গোল বৃত্ত থাকে। বৃত্তটা হয়তো সবুজ, নয়তো বাদামি বা লালচে। এই ছোট চিহ্নটার একটা নির্দিষ্ট মানে আছে।
সাদা বর্গের মধ্যে সবুজ বৃত্ত নির্দেশ করে খাবারটি সম্পূর্ণ উদ্ভিজ্জ উপাদানে তৈরি। এতে কোনো প্রাণিজ উপাদান নেই। তাই নিরামিষভোজীরা অনায়াসে খেতে পারেন। আর যদি বাদামি বা লালচে বৃত্ত থাকে, তবে বুঝতে হবে এতে প্রাণিজ উপাদান রয়েছে। অর্থাৎ এটা নিরামিষভোজী ব্যক্তিরা খেতে পারবেন না।

এই বিশেষ চিহ্নের প্রচলন প্রথম শুরু হয় ভারতে ২০১১ সালে নিরামিষভোজী ভোক্তাদের জন্য। এখন বাংলাদেশসহ আরও অনেক দেশেই ব্যবহৃত হচ্ছে এই গুরুত্বপূর্ণ চিহ্ন।

#bigganneshi #বিজ্ঞান্বেষী #science

#sciencebee_কি_বিজ্ঞানওমহাকাশখুঁজছেন
খেয়াল করেছেন কখনও? বেশিরভাগ প্যাকেটজাত খাবারের প্যাকেটে একটা ছোট্ট সাদা বক্সের ভেতর গোল বৃত্ত থাকে। বৃত্তটা হয়তো সবুজ, নয়তো বাদামি বা লালচে। এই ছোট চিহ্নটার একটা নির্দিষ্ট মানে আছে। সাদা বর্গের মধ্যে সবুজ বৃত্ত নির্দেশ করে খাবারটি সম্পূর্ণ উদ্ভিজ্জ উপাদানে তৈরি। এতে কোনো প্রাণিজ উপাদান নেই। তাই নিরামিষভোজীরা অনায়াসে খেতে পারেন। আর যদি বাদামি বা লালচে বৃত্ত থাকে, তবে বুঝতে হবে এতে প্রাণিজ উপাদান রয়েছে। অর্থাৎ এটা নিরামিষভোজী ব্যক্তিরা খেতে পারবেন না। এই বিশেষ চিহ্নের প্রচলন প্রথম শুরু হয় ভারতে ২০১১ সালে নিরামিষভোজী ভোক্তাদের জন্য। এখন বাংলাদেশসহ আরও অনেক দেশেই ব্যবহৃত হচ্ছে এই গুরুত্বপূর্ণ চিহ্ন। #bigganneshi #বিজ্ঞান্বেষী #science #sciencebee_কি_বিজ্ঞানওমহাকাশখুঁজছেন
0 التعليقات 0 المشاركات 351 مشاهدة
BlackBird Ai
https://bbai.shop