নেপালকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের দেশ বলা হয়, কারণ এটি বিশ্বের ৮,০০০ মিটারেরও বেশি উচ্চতার মোট ১৪টি শৃঙ্গের মধ্যে ৮টিরই আবাসভূমি। এই শৃঙ্গগুলোর মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার), কাংচেনজঙ্ঘা, লোতসে, মাকালু, চো ওয়িউ, ধৌলাগিরি, মনাসলু এবং অন্নপূর্ণা।

বিস্তারিত তালিকা
নেপালে অবস্থিত ৮টি ৮,০০০ মিটারের বেশি শৃঙ্গ হলো:

মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার)

বিশ্বের সর্বোচ্চ পর্বত

কাংচেনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার)

আংশিক নেপাল ও আংশিক ভারতের সীমানায়

লোতসে (৮,৫১৬ মিটার)

এভারেস্টের কাছেই অবস্থিত

মাকালু (৮,৪৮৫ মিটার)

এভারেস্ট অঞ্চলের পূর্বে

চো ওয়িউ (৮,১৮৮ মিটার)

এভারেস্ট অঞ্চলের কাছেই

ধৌলাগিরি (৮,১৬৭ মিটার)

পশ্চিম নেপালে

মানাসলু (৮,১৬৩ মিটার)

মধ্য নেপালে

অন্নপূর্ণা (৮,০৯১ মিটার)

পশ্চিম নেপালে

ভৌগোলিক গুরুত্ব
নেপালের এই উচ্চ শৃঙ্গগুলোর উপস্থিতি দেশটিকে পর্বতারোহী এবং অভিযাত্রীদের জন্য এক অনন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। এখানকার হিমালয় পর্বতমালা বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং ট্রেকিং রুটের জন্যও প্রসিদ্ধ।
নেপালকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের দেশ বলা হয়, কারণ এটি বিশ্বের ৮,০০০ মিটারেরও বেশি উচ্চতার মোট ১৪টি শৃঙ্গের মধ্যে ৮টিরই আবাসভূমি। এই শৃঙ্গগুলোর মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার), কাংচেনজঙ্ঘা, লোতসে, মাকালু, চো ওয়িউ, ধৌলাগিরি, মনাসলু এবং অন্নপূর্ণা। বিস্তারিত তালিকা নেপালে অবস্থিত ৮টি ৮,০০০ মিটারের বেশি শৃঙ্গ হলো: মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার) বিশ্বের সর্বোচ্চ পর্বত কাংচেনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার) আংশিক নেপাল ও আংশিক ভারতের সীমানায় লোতসে (৮,৫১৬ মিটার) এভারেস্টের কাছেই অবস্থিত মাকালু (৮,৪৮৫ মিটার) এভারেস্ট অঞ্চলের পূর্বে চো ওয়িউ (৮,১৮৮ মিটার) এভারেস্ট অঞ্চলের কাছেই ধৌলাগিরি (৮,১৬৭ মিটার) পশ্চিম নেপালে মানাসলু (৮,১৬৩ মিটার) মধ্য নেপালে অন্নপূর্ণা (৮,০৯১ মিটার) পশ্চিম নেপালে ভৌগোলিক গুরুত্ব নেপালের এই উচ্চ শৃঙ্গগুলোর উপস্থিতি দেশটিকে পর্বতারোহী এবং অভিযাত্রীদের জন্য এক অনন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। এখানকার হিমালয় পর্বতমালা বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং ট্রেকিং রুটের জন্যও প্রসিদ্ধ।
0 Comments 0 Shares 77 Views
BlackBird Ai
https://bbai.shop