পৃথিবীর অনেক দেশে ক্লাসে ঘুমানো মানে অলসতা বা দায়িত্বহীনতা। কিন্তু জাপানে ব্যাপারটা একেবারেই ভিন্ন। সেখানে যদি কোনো শিক্ষার্থী ক্লাসে ঘুমিয়ে পড়ে, তাকে অপমান নয় বরং ভক্তি ও পরিশ্রমের প্রতীক হিসেবে দেখা হয়।
কেন জাপানে ক্লাসে ঘুমানোকে সম্মানের চোখে দেখা হয়?
১। অত্যধিক পরিশ্রমের সংস্কৃতি
জাপানি শিক্ষার্থীরা শুধু স্কুলেই নয়— জুকু (অতিরিক্ত কোচিং), ক্লাব অ্যাক্টিভিটি, এমনকি পার্ট-টাইম কাজেও যুক্ত থাকে। ফলে তারা প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে।
২। ঘুম মানেই পরিশ্রমের প্রমাণ
ক্লাসে ঘুমানো মানে অলসতা নয়। বরং এটি বলে— "আমি এত পরিশ্রম করেছি, এখন আমার শরীর বিশ্রাম চাইছে।" এটি একধরনের সমাজ-স্বীকৃত ক্লান্তি।
৩। শ্রদ্ধাশীল শিক্ষকরা
জাপানের শিক্ষকরা শিক্ষার্থীর ঘুমকে অপমানজনকভাবে নেন না। তারা বুঝতে চেষ্টা করেন— শিক্ষার্থী হয়তো রাতভর পড়াশোনা করেছে।
৪। ‘ইনেমুরি’ সংস্কৃতি
জাপানে ‘ইনেমুরি’ মানে— সচেতনভাবে উপস্থিত থেকে ঘুমানো। অফিসে, ট্রেনে, এমনকি মিটিংয়েও কেউ ঘুমালে তাকে দায়িত্বশীল ও পরিশ্রমী মনে করা হয়।
কেন জাপানে ক্লাসে ঘুমানোকে সম্মানের চোখে দেখা হয়?
১। অত্যধিক পরিশ্রমের সংস্কৃতি
জাপানি শিক্ষার্থীরা শুধু স্কুলেই নয়— জুকু (অতিরিক্ত কোচিং), ক্লাব অ্যাক্টিভিটি, এমনকি পার্ট-টাইম কাজেও যুক্ত থাকে। ফলে তারা প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে।
২। ঘুম মানেই পরিশ্রমের প্রমাণ
ক্লাসে ঘুমানো মানে অলসতা নয়। বরং এটি বলে— "আমি এত পরিশ্রম করেছি, এখন আমার শরীর বিশ্রাম চাইছে।" এটি একধরনের সমাজ-স্বীকৃত ক্লান্তি।
৩। শ্রদ্ধাশীল শিক্ষকরা
জাপানের শিক্ষকরা শিক্ষার্থীর ঘুমকে অপমানজনকভাবে নেন না। তারা বুঝতে চেষ্টা করেন— শিক্ষার্থী হয়তো রাতভর পড়াশোনা করেছে।
৪। ‘ইনেমুরি’ সংস্কৃতি
জাপানে ‘ইনেমুরি’ মানে— সচেতনভাবে উপস্থিত থেকে ঘুমানো। অফিসে, ট্রেনে, এমনকি মিটিংয়েও কেউ ঘুমালে তাকে দায়িত্বশীল ও পরিশ্রমী মনে করা হয়।
পৃথিবীর অনেক দেশে ক্লাসে ঘুমানো মানে অলসতা বা দায়িত্বহীনতা। কিন্তু জাপানে ব্যাপারটা একেবারেই ভিন্ন। সেখানে যদি কোনো শিক্ষার্থী ক্লাসে ঘুমিয়ে পড়ে, তাকে অপমান নয় বরং ভক্তি ও পরিশ্রমের প্রতীক হিসেবে দেখা হয়।
কেন জাপানে ক্লাসে ঘুমানোকে সম্মানের চোখে দেখা হয়?
১। অত্যধিক পরিশ্রমের সংস্কৃতি
জাপানি শিক্ষার্থীরা শুধু স্কুলেই নয়— জুকু (অতিরিক্ত কোচিং), ক্লাব অ্যাক্টিভিটি, এমনকি পার্ট-টাইম কাজেও যুক্ত থাকে। ফলে তারা প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে।
২। ঘুম মানেই পরিশ্রমের প্রমাণ
ক্লাসে ঘুমানো মানে অলসতা নয়। বরং এটি বলে— "আমি এত পরিশ্রম করেছি, এখন আমার শরীর বিশ্রাম চাইছে।" এটি একধরনের সমাজ-স্বীকৃত ক্লান্তি।
৩। শ্রদ্ধাশীল শিক্ষকরা
জাপানের শিক্ষকরা শিক্ষার্থীর ঘুমকে অপমানজনকভাবে নেন না। তারা বুঝতে চেষ্টা করেন— শিক্ষার্থী হয়তো রাতভর পড়াশোনা করেছে।
৪। ‘ইনেমুরি’ সংস্কৃতি
জাপানে ‘ইনেমুরি’ মানে— সচেতনভাবে উপস্থিত থেকে ঘুমানো। অফিসে, ট্রেনে, এমনকি মিটিংয়েও কেউ ঘুমালে তাকে দায়িত্বশীল ও পরিশ্রমী মনে করা হয়।
0 Comments
0 Shares
510 Views