আমরা জোনাকি পোকা। এই পৃথিবীতে আমরা দশ কোটি বছরেরও বেশি সময় ধরে আছি। কিন্তু গত দুইশ বছর ধরে আমাদের বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে গেছে! তাও কোনো না কোনোভাবে টিকে ছিলাম। তবে গত কয়েক বছরে তাপমাত্রা যেভাবে বেড়ে গেছে, আর সহ্য করতে পারছি না! এত গরম তো তোমরাও সহ্য করতে পারো না, আমরা কী করে পারব, বলো!

তোমাদের কাছে আমাদের একটা প্রশ্ন আছে। একটু ভালো ফসলের জন্য তোমরা কত রকমের রাসায়নিক কীটনাশক ব্যবহার করো, সেই কীটনাশকে আমাদের মতো কত উপকারী আর নিরীহ পোকামাকড়ের প্রাণ যায়, সে হিসাব কি তোমরা রাখো কখনো? শোনো, বনজঙ্গল কেটে এবং খালবিল ভরাট করে তোমাদের ঘরবাড়ি উঠলেও ধ্বংস হচ্ছে আমাদের থাকার জায়গা।

একসময় আমাদের আলো নিয়ে তোমাদের কত মাতামাতি ছিল, কত কাব্য-সাহিত্য করেছো! আর এখন তোমাদের ইলেকট্রিক লাইটের আলোয় আমরা ঠিকমতো দেখতেই পাই না! ছোটবেলায় আমাদের আলোয় তোমরা কত খেলেছো, কত স্মৃতি আমাদের সাথে; অথচ সামনের দিনগুলোতে তোমাদের সন্তানেরা হয়তো আমাদের আর কখনোই দেখতে পাবে না!

সত্যি করে বলো তো, এটা ভেবে তোমাদের কি একটুও খারাপ লাগে না?

লেখা এবং ছবি প্রাণীCool পেজ থেকে সংগৃহীত। ( কৃতজ্ঞতা )
আমরা জোনাকি পোকা। এই পৃথিবীতে আমরা দশ কোটি বছরেরও বেশি সময় ধরে আছি। কিন্তু গত দুইশ বছর ধরে আমাদের বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে গেছে! তাও কোনো না কোনোভাবে টিকে ছিলাম। তবে গত কয়েক বছরে তাপমাত্রা যেভাবে বেড়ে গেছে, আর সহ্য করতে পারছি না! এত গরম তো তোমরাও সহ্য করতে পারো না, আমরা কী করে পারব, বলো! তোমাদের কাছে আমাদের একটা প্রশ্ন আছে। একটু ভালো ফসলের জন্য তোমরা কত রকমের রাসায়নিক কীটনাশক ব্যবহার করো, সেই কীটনাশকে আমাদের মতো কত উপকারী আর নিরীহ পোকামাকড়ের প্রাণ যায়, সে হিসাব কি তোমরা রাখো কখনো? শোনো, বনজঙ্গল কেটে এবং খালবিল ভরাট করে তোমাদের ঘরবাড়ি উঠলেও ধ্বংস হচ্ছে আমাদের থাকার জায়গা। একসময় আমাদের আলো নিয়ে তোমাদের কত মাতামাতি ছিল, কত কাব্য-সাহিত্য করেছো! আর এখন তোমাদের ইলেকট্রিক লাইটের আলোয় আমরা ঠিকমতো দেখতেই পাই না! ছোটবেলায় আমাদের আলোয় তোমরা কত খেলেছো, কত স্মৃতি আমাদের সাথে; অথচ সামনের দিনগুলোতে তোমাদের সন্তানেরা হয়তো আমাদের আর কখনোই দেখতে পাবে না! সত্যি করে বলো তো, এটা ভেবে তোমাদের কি একটুও খারাপ লাগে না? লেখা এবং ছবি প্রাণীCool পেজ থেকে সংগৃহীত। ( কৃতজ্ঞতা )
0 Комментарии 0 Поделились 287 Просмотры
BlackBird Ai
https://bbai.shop