"ভাত শামীম" থেকে হয়ে উঠছেন বাংলার ৩৬০ ডিগ্রী ব্যাটসম্যান শামীম হোসেন পাটওয়ারী।
আগে যেই শামীম হোসেন পাটওয়ারীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার হতো সেই শামীম এখন হয়ে উঠেছে বাংলাদেশ টি২০ দলের প্রধান হাতিয়ার ।
দলের যখন প্রয়োজন একজন আগ্রাসী ফিনিশারের, তখন সামনে থেকে নেতৃত্ব দেন শামীম হোসেন পাটওয়ারী!
শেষ ম্যাচেও মাত্র ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস—৫টি চার আর ২টি ছক্কায় রাঙালেন তাঁর ব্যাটিং শো। চারদিকে শট খেলার দক্ষতা দেখে অনেকেই বলছে শামীমই বাংলাদেশের ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান
ফ্লিক, স্কুপ, কভার ড্রাইভ কিংবা ব্যাকফুট কাট—যেকোনো অ্যাঙ্গেলে শট খেলতে সক্ষম শামীম। তাঁর ব্যাটিংয়ে ছিল সৃজনশীলতা আর আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতিফলন।
শুধু ব্যাটেই নয়, ফিল্ডিংয়েও দেখালেন টাইগার জাদু!লঙ্কান ইনিংসের প্রাণভোমরা কুশল মেন্ডিসকে দুর্দান্ত থ্রোতে রান আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি! মাঠজুড়ে এমন ক্ষিপ্রতা সত্যিই প্রশংসনীয়।
ব্যাট হাতে গতি, ফিল্ডিংয়ে বিদ্যুৎ—এই শামীম এখন শুধুই সম্ভাবনার নাম নয়, তিনি বাংলাদেশের নতুন ম্যাচ উইনার!
যারা এখনো ভাবেন, শামীম দলে টিকে থাকার জন্য লড়ছে—তাদের বোঝা উচিত, এই যুবা এখন বাংলাদেশের ৩৬০ ডিগ্রি তারকা!
তোমার ব্যাট আর থ্রো এমনই বজ্রগর্জনে চলুক শামীম!
"ভাত শামীম" থেকে হয়ে উঠছেন বাংলার ৩৬০ ডিগ্রী ব্যাটসম্যান শামীম হোসেন পাটওয়ারী। আগে যেই শামীম হোসেন পাটওয়ারীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার হতো সেই শামীম এখন হয়ে উঠেছে বাংলাদেশ টি২০ দলের প্রধান হাতিয়ার । দলের যখন প্রয়োজন একজন আগ্রাসী ফিনিশারের, তখন সামনে থেকে নেতৃত্ব দেন শামীম হোসেন পাটওয়ারী! 💪🇧🇩 শেষ ম্যাচেও মাত্র ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস—৫টি চার আর ২টি ছক্কায় রাঙালেন তাঁর ব্যাটিং শো। চারদিকে শট খেলার দক্ষতা দেখে অনেকেই বলছে শামীমই বাংলাদেশের ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান 🔄🏏 ⚡ ফ্লিক, স্কুপ, কভার ড্রাইভ কিংবা ব্যাকফুট কাট—যেকোনো অ্যাঙ্গেলে শট খেলতে সক্ষম শামীম। তাঁর ব্যাটিংয়ে ছিল সৃজনশীলতা আর আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতিফলন। 🎯 শুধু ব্যাটেই নয়, ফিল্ডিংয়েও দেখালেন টাইগার জাদু!লঙ্কান ইনিংসের প্রাণভোমরা কুশল মেন্ডিসকে দুর্দান্ত থ্রোতে রান আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি! মাঠজুড়ে এমন ক্ষিপ্রতা সত্যিই প্রশংসনীয়। 👏 ব্যাট হাতে গতি, ফিল্ডিংয়ে বিদ্যুৎ—এই শামীম এখন শুধুই সম্ভাবনার নাম নয়, তিনি বাংলাদেশের নতুন ম্যাচ উইনার! 🔁 যারা এখনো ভাবেন, শামীম দলে টিকে থাকার জন্য লড়ছে—তাদের বোঝা উচিত, এই যুবা এখন বাংলাদেশের ৩৬০ ডিগ্রি তারকা! 🐯 তোমার ব্যাট আর থ্রো এমনই বজ্রগর্জনে চলুক শামীম!
Love
1
0 Comments 0 Shares 153 Views 0 Reviews
BlackBird Ai
https://bbai.shop