এই হল পারস্যসম্রাট দারায়ুসের সোনার ফলক। বেশ কয়েক দশক আগে ইরানের পার্শিপোলিসে অবস্থিত অপাদানা প্রাসাদে খননকার্যের সময় দুটি একই রকম সোনার ফলক খুঁজে পাওয়া গিয়েছিল। তার মধ্যে এটি একটি। অন্যটার হদিশ আজ আর কারো কাছে নেই।
প্রাচীন পারস্য সাম্রাজ্যর ইতিহাস ভবিষ্যতের কাছে পৌঁছে দেবার উদ্দেশ্য নিয়েই টাইম ক্যাপসুল হিসাবে কিছু মুদ্রা এবং এই ফলক দুটি পাথরের বাক্সে ভরে তাদের মাটির নিচে রাখা হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা এমনটাই দাবী করেছেন।
বর্তমানে তেহরানের অর্থাৎ প্রাচীন পারস্যের প্রধান শহরের জাতীয় মিউজিয়ামে রাখা রয়েছে এই ঐতিহাসিক সোনার ফলক...

https://www.reddit.com/r/exmormon/comments/qn9url/the_gold_and_silver_foundation_tablets_of_the/

Rabab Ahmed
Stay Curious SIS
এই হল পারস্যসম্রাট দারায়ুসের সোনার ফলক। বেশ কয়েক দশক আগে ইরানের পার্শিপোলিসে অবস্থিত অপাদানা প্রাসাদে খননকার্যের সময় দুটি একই রকম সোনার ফলক খুঁজে পাওয়া গিয়েছিল। তার মধ্যে এটি একটি। অন্যটার হদিশ আজ আর কারো কাছে নেই। প্রাচীন পারস্য সাম্রাজ্যর ইতিহাস ভবিষ্যতের কাছে পৌঁছে দেবার উদ্দেশ্য নিয়েই টাইম ক্যাপসুল হিসাবে কিছু মুদ্রা এবং এই ফলক দুটি পাথরের বাক্সে ভরে তাদের মাটির নিচে রাখা হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা এমনটাই দাবী করেছেন। বর্তমানে তেহরানের অর্থাৎ প্রাচীন পারস্যের প্রধান শহরের জাতীয় মিউজিয়ামে রাখা রয়েছে এই ঐতিহাসিক সোনার ফলক... https://www.reddit.com/r/exmormon/comments/qn9url/the_gold_and_silver_foundation_tablets_of_the/ Rabab Ahmed Stay Curious SIS
0 Comments 0 Shares 218 Views
BlackBird Ai
https://bbai.shop