চ্যাটজিপিটি নিয়ে এলো 'স্টাডি মোড', সরাসরি উত্তর না দিয়ে শেখাতে সাহায্য করবে শিক্ষার্থীদের
ওপেনএআই চ্যাটজিপিটি-র জন্য একটি নতুন 'স্টাডি মোড' চালু করেছে, যার উদ্দেশ্য শিক্ষার্থীদের সরাসরি উত্তর না দিয়ে শেখার পথে সহায়তা করা। এই ফিচারটি এখন ফ্রি অ্যাকাউন্টসহ সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত, এবং শিগগিরই এটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তৈরি করা 'চ্যাটজিপিটি এডু' ভার্সনেও যুক্ত করা হবে।
এই ফিচারটি শিক্ষার্থীর জ্ঞানের স্তর প্রাথমিক কিছু প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করে, তারপর জটিল...