জীবনের এই পথটা সবসময় সোজা নয়।
চেষ্টা করি, স্বপ্ন দেখি, আবার হেরে যাই।
অনেকে প্রশ্ন করে—এতবার ব্যর্থ হওয়ার পরও কেন থামছো না?
আমি তাদের একটা কথাই বলি—“আমি জানি, আমার সময়টা এখনো আসেনি।”

হয়তো আজকে কেউ আমায় দেখে ব্যর্থ ভাবে।
কিন্তু আমি জানি, আজকের এই সংগ্রামই আগামী দিনের শক্তি।
প্রত্যেকটা হার আমাকে প্রস্তুত করছে—সেই দিনের জন্য, যেদিন আমি জিতব।

জয় মানেই শুধু অন্যকে হারানো নয়,
জয় মানে নিজেকে প্রমাণ করা, নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলা।
সেই দিনটা এখনও আসেনি, কিন্তু আমি জানি—আসবেই।

তাই আমি থেমে যাই না।
কারণ আমি জানি, সময় যখন আসবে,
আমি প্রস্তুত থাকবো—জয়ের জন্য।
জীবনের এই পথটা সবসময় সোজা নয়। চেষ্টা করি, স্বপ্ন দেখি, আবার হেরে যাই। অনেকে প্রশ্ন করে—এতবার ব্যর্থ হওয়ার পরও কেন থামছো না? আমি তাদের একটা কথাই বলি—“আমি জানি, আমার সময়টা এখনো আসেনি।” হয়তো আজকে কেউ আমায় দেখে ব্যর্থ ভাবে। কিন্তু আমি জানি, আজকের এই সংগ্রামই আগামী দিনের শক্তি। প্রত্যেকটা হার আমাকে প্রস্তুত করছে—সেই দিনের জন্য, যেদিন আমি জিতব। জয় মানেই শুধু অন্যকে হারানো নয়, জয় মানে নিজেকে প্রমাণ করা, নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলা। সেই দিনটা এখনও আসেনি, কিন্তু আমি জানি—আসবেই। তাই আমি থেমে যাই না। কারণ আমি জানি, সময় যখন আসবে, আমি প্রস্তুত থাকবো—জয়ের জন্য।
Love
1
0 Comments 0 Shares 252 Views 0 Reviews
BlackBird Ai
https://bbai.shop